আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্ব চন্দন মুরমু জানান, পশ্চিম মেদিনীপুরের দামোদরপুর ধীরেন্দ্র বিদ্যাপীঠ ও নেপুরা বিজলী রানী উচ্চ বিদ্যালয়ে সাঁওতালি বিষয়ের শিক্ষক নিয়োগ করতে হবে, পাশাপাশি আদিবাসী ও সাঁওতালি জনজাতির মানুষদের জাতিগত শংসাপত্র, ভূমিহীন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পাট্টা প্রদান করতে হবে। এছাড়াও আদিবাসী ও সাঁওতালি সম্প্রদায়ের মানুষদের সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধার আওতায় আনার দাবিও তোলা হয় এদিনের এই কর্মসূচি থেকে।
advertisement
আরও পড়ুনঃ ঘাটালে ক্যান্সার রোগীদের চুল দান প্রায় ৫০ জন মহিলার
একইসঙ্গে অন্যান্য বেশকিছু সামাজিক দাবিও তোলা হয় সংগঠনের তরফে। আদিবাসী সংগঠনের এই অবরোধ কর্মসূচির ফলে বেশ কিছুক্ষন যানজটের সৃষ্টি হয় ৬০ নম্বর জাতীয় সড়কে। জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করার আগে একটি বিক্ষোভ মিছিল চন্দ্রকোনা রোড এলাকায় প্রদক্ষিণ করে।
আরও পড়ুনঃ চালু হচ্ছে ক্যাথল্যাব, ধীরে ধীরে শুরু হবে হৃদরোগ সমেত অন্যান্য চিকিৎসাও
এদিনের আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের আন্দোলন কর্মসূচিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, আদিবাসী অধ্যুষিত এলাকার স্কুল গুলিতে সাঁওতালী বিষয়ের শিক্ষক নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সংগঠন।
Partha Mukherjee