TRENDING:

Panchayat Election 2023: টিকিট‌ই মোক্ষ! তাই সকালে এক দলে, বিকেলে অন্য দলের প্রার্থী

Last Updated:

তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির হয়ে পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন জমা দিলেন গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: নীতি-আদর্শ দেরাজে বন্ধ রেখে স্রেফ ভোটের টিকিট‌ই লক্ষ্য। আর তার জন্য যা করতে হয় তাই করব মনোভাব। এবারের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার পর্বে এই টিকিট পাওয়ার লক্ষ্যে দলবদলের যেন হিড়িক নামে বাংলায়। সকাল আট’টাতেও যে লোকটা তৃণমূল নেতা, ন’টায় দলের প্রার্থী তালিকায় নাম নেই দেখে দশ’টাতেই সেই লোকটা হাতে তুলে নিলেন বিজেপির পতাকা! এমন দৃশ্য গত এক সপ্তাহে বাংলায় ব্লকে ব্লকে দেখা গিয়েছে। তবে শুধু বিজেপি নয়, তৃণমূলের টিকিট না পেয়ে মালদহ-মুর্শিদাবাদে কংগ্রেসে যোগ দেওয়ার ঘটনাও বিপুল মাত্রায় ঘটেছে। নতুন দলে গিয়ে রাতারাতি ভোটের টিকিটও পেয়ে গিয়েছেন এইসব বিদায়ী পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান, সভাপতি, উপপ্রধানরা। বহু জায়গায় জেলা পরিষদের বিদায়ী সদস্যরাও ঠিক এই ফর্মুলা মেনেই দল বদলেছেন।
advertisement

আরও পড়ুন: প্রাক-পঞ্চায়েত অশান্তি অব্য়াহত! ক্ষতবিক্ষত ভাঙড়ে রাজ্যপাল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে…

বৃহস্পতিবার মনোনয়ন জামার একেবারে শেষ পর্বে এমনই দলবদলের ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের বেলায়। তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির হয়ে পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন জমা দিলেন গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান।বেলদা-২ পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান অলক রায়। তিনি দীর্ঘদিন তৃণমূল করছেন। কিন্তু এবারে দলের প্রার্থী তালিকায় নাম নেই দেখে সটান বিজেপির পতাকা হাতে তুলে নেন। তারপর নারায়ণগড় বিডিও অফিসে গিয়ে বিজেপির হয়ে মনোনয়ন জমা করেন।

advertisement

View More

এদিকে অলক রায়ের দলবদলে চিন্তিত নয় তৃণমূল। তাদের দাবি, গত বছরখানেক ধরেই নিষ্ক্রিয় ছিলেন তিনি। বিজেপির হয়ে শেষ মুহূর্তে পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন দেওয়া অলোক রায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী বিদায়ী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাদি বারিক। যদিও দল বদলে কারণ ব্যাখ্যা করতে গিয়ে অলক রায় বলেন, তৃণমূলে থেকে তিনি কাজ করতে পারছিলেন না। তাই বিজেপিতে এসেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Panchayat Election 2023: টিকিট‌ই মোক্ষ! তাই সকালে এক দলে, বিকেলে অন্য দলের প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল