আরও পড়ুন: প্রাক-পঞ্চায়েত অশান্তি অব্য়াহত! ক্ষতবিক্ষত ভাঙড়ে রাজ্যপাল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে…
বৃহস্পতিবার মনোনয়ন জামার একেবারে শেষ পর্বে এমনই দলবদলের ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের বেলায়। তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপির হয়ে পঞ্চায়েত সমিতির আসনে মনোনয়ন জমা দিলেন গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান।বেলদা-২ পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান অলক রায়। তিনি দীর্ঘদিন তৃণমূল করছেন। কিন্তু এবারে দলের প্রার্থী তালিকায় নাম নেই দেখে সটান বিজেপির পতাকা হাতে তুলে নেন। তারপর নারায়ণগড় বিডিও অফিসে গিয়ে বিজেপির হয়ে মনোনয়ন জমা করেন।
advertisement
এদিকে অলক রায়ের দলবদলে চিন্তিত নয় তৃণমূল। তাদের দাবি, গত বছরখানেক ধরেই নিষ্ক্রিয় ছিলেন তিনি। বিজেপির হয়ে শেষ মুহূর্তে পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন দেওয়া অলোক রায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী বিদায়ী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাদি বারিক। যদিও দল বদলে কারণ ব্যাখ্যা করতে গিয়ে অলক রায় বলেন, তৃণমূলে থেকে তিনি কাজ করতে পারছিলেন না। তাই বিজেপিতে এসেছেন।
রঞ্জন চন্দ