Panchayat Election 2023: প্রাক-পঞ্চায়েত অশান্তি অব্য়াহত! ক্ষতবিক্ষত ভাঙড়ে রাজ্যপাল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে...

Last Updated:

বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। এদিন সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।

নিরাপত্তা বাড়ল রাজ্যপালের
নিরাপত্তা বাড়ল রাজ্যপালের
ভাঙড় :  গতকালের তাণ্ডবের পরে আজ ক্ষতবিক্ষত ভাঙর। এখনও ছড়িয়ে রাশি রাশি বোমা। সেই ভাঙড়েই গিয়ে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। সাধারণ মানুষের কাছ থেকে হিংসার বিবরণ শোনেন তিনি। অশান্ত এলাকা পরিদর্শন করেন।
আজও থমথমে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকা। সকাল থেকে চলছে পুলিশি টহলদারি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে তুমুল অশান্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। শুধু ভাঙন নয়, যাবেন ক্যানিং-সহ যে এলাকাগুলোতে অশান্তি হয়েছে সেই এলাকাগুলিতেও যাবেন রাজ্য়পাল। প্রশাসনকে আর্জি জানানো হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখার। রাজভবন সূত্রে খবর, শুক্রবার নিজের পূর্ব নির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছেন রাজ্যপাল।
advertisement
পঞ্চায়েত ভোটে মনোনয়ন দাখিল করাকে কেন্দ্র করে তুমুল অশান্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আইএসএফ তৃণমূল সংঘর্ষে  গতকাল আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটে। আর এতে ভাঙড়ে নির্বাচনী অশান্তিতে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৩। পানা পুকুর মোড় এলাকায় মৃতদেহ পড়েছিল এক যুবকের। কাশিপুর থানার পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি ISF- এর। মৃত আইএসএফ কর্মীর নাম মহম্মদ মহিদ্দিন মোল্লা। ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তৃণমূলের দুষ্কৃতীদের গুলির আঘাতেই তাঁদের কর্মীর মৃত্যু হয়েছে বলে ISF এর তরফে দাবি করা হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভাঙড় ২ বিডিও অফিস থেকে মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় ওই ISF কর্মী গুলিবিদ্ধ হন। তাঁর সঙ্গে আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। ভাঙড় ২ বিডিও অফিসের সামনে গুলি চলে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার শেষ দিন মনোনয়ন জমাকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। মুড়ি মুড়কির মতো বোমা বর্ষণ হচ্ছে বলে জানা গিয়েছে।
advertisement
বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। এদিন সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। দফায় দফায় তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে বিরোধ বাধে। লাঠি, বাঁশ নিয়ে একে ওপরের বিরুদ্ধে তেড়ে যেতে দেখা যায়। যথেচ্ছ বোমা বাজি হয় ব্লক অফিস চত্বরে। বৃহস্পতিবার রাতের এই ঘটনার পরে শুক্রবার ভাঙর যাওয়ার সিদ্ধান্ত নেন রাজ্য়পাল। প্রসঙ্গত, গতকাল রাজ্য়পাল এক বিবৃতিতে বলেন বলেন, ”এটা দেখে আরও অবাক, আরও বিস্মিত হচ্ছি যে মিডিয়াও দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত। নির্বাচনে জয় হয় ভোট গণনার উপর নির্ভর করে, মৃতদেহ গণনার উপর নয়। গুন্ডা, দুষ্কৃতীদের শাসন করতে দেওয়া হবে না। যখন সংবাদমাধ্যম আক্রান্ত, তখন ধরে নিতে হবে গণমাধ্যম আক্রান্ত। সংবিধান আক্রান্ত। এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত, শেষ হবে। শেষের শুরুটা হবে পশ্চিমবঙ্গে।” এদিন পুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করছেন রাজ্যপাল। উপস্থিত রয়েছেন এডিশনাল এসপি পদমর্যাদার অফিসাররা।
advertisement
রাজ্যপালের ভাঙড় যাত্রা নিয়ে রাজ্যের মন্ত্রী সুজিত বসু বলেন, শুক্রবার রাজ্যপালের ভাঙ্গর যাত্রা নিয়ে রাজ্যের মন্ত্রী সুজিত বসু বলেন, কে কোথায় যাবে না যাবে সেটা তাঁর বিষয়। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না তবে এটুকু বলতে পারি রাজ্য ভাল আছে। রাজ্য ভাল চলছে, মুখ্যমন্ত্রী যথেষ্ট ভাল, বাংলায় ল এন্ড অর্ডার আছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: প্রাক-পঞ্চায়েত অশান্তি অব্য়াহত! ক্ষতবিক্ষত ভাঙড়ে রাজ্যপাল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement