Adhir Ranjan Chowdhury : পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের রায়! ধন্যবাদ দিলেন অধীররঞ্জন চৌধুরী

Last Updated:

Adhir Ranjan Chowdhury: পঞ্চায়েত নির্বাচনে হাইকোর্টের নির্দেশের পরেই কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "হাইকোর্ট সদর্থক ভূমিকা পালন করে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।"

যা বললেন অধীর
যা বললেন অধীর
কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “কলকাতা হাইকোর্টে আমাদের দলের পক্ষ থেকে আমি কেস করেছিলাম রাজ্যে সমস্ত জায়গাতে যাতে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়।”
এদিন পঞ্চায়েত নির্বাচনে হাইকোর্টের নির্দেশের পরেই কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, “হাইকোর্ট সদর্থক ভূমিকা পালন করে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তাই মহামান্য কলকাতা হাইকোর্টকে কুর্নিশ জানাই।”
advertisement
advertisement
তবে একইসঙ্গে তিনি বলেন, “তবে আমার ধারণা যে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী চাইতে হবে কেন্দ্রের কাছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন চাইলেই কেন্দ্রের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ব্যবস্থা নেওয়া হবে। খরচ কেন্দ্র দেবে।”
advertisement
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “আদালতের রায়ে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের শিবের সংক্রান্তির অবস্থা এখন। আমার ধারণা এ রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে এই রায়কে চ্যালেঞ্জ করবার জন্য। পশ্চিমবঙ্গের সন্ত্রাসের কুৎসিত চেহারা নিশংসতা আজও দেখেছে মানুষ। আজও চোপরাতে দুজন বিরোধীদলের কর্মী খুন হয়েছেন একজন কংগ্রেসের একজন সিপিএমের তাই মহামান্য আদালত যা সিদ্ধান্ত নিয়েছে তাই যথোপযুক্ত।”
advertisement
অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন, “বাংলার তৃণমূল সরকারকে বলব সুপ্রিম কোর্টে গিয়ে এই রায়ের বিরোধিতা করার চেয়ে বাংলাতে শান্তিপূর্ণ নির্বাচন করা জরুরি। পঞ্চায়েত নির্বাচন মানুষের উৎসব সেই উৎসবকে রক্তাক্ত হতে দেবেন না। বাংলার মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চাইছে। মহামান্য আদালত মানুষকে নিরাপত্তা দিতে চাইছেন। তাই মহামান্য হাইকোর্টকে এবং আদালতকে ধন্যবাদ জানাই।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Ranjan Chowdhury : পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের রায়! ধন্যবাদ দিলেন অধীররঞ্জন চৌধুরী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement