উল্লেখ্য যে, ঝাড়গ্রাম জেলার লালগড় থানার সীমান্ত লাগোয়া, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার বেশ কয়েকটি গ্রামে গত প্রায় এক সপ্তাহ ধরে এই অজানা জন্তুর পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে (West Medinipur Tiger Panic )। সোমবারও মনে করা হচ্ছে ভোরের দিকে জল খেতে ওই বন্য জন্তুটি গ্রামে এসেছিল! রাতে বৃষ্টি হওয়ায় ভিজে মাটিতে পায়ের ছাপ স্পষ্ট দেখতে পাওয়া যায় আজ (২৪ জানুয়ারি)। পাশাপাশি, গ্রামের এক বাসিন্দা একঝলক দেখতে পান, জন্তুটিকে। তাঁর মতে, এটা বাঘ হতে পারে। বনদফতর সমগ্র বিষয়টির উপর নজর রাখছে। খাঁচা, নেট সমস্ত কিছুই প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। মৃত ছাগলের মৃতদেহ পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের এক বন্য প্রাণী গবেষক রাকেশ সিংহ দেব জানিয়েছেন, "ভারতীয় ধূসর নেকড়ে (Indian Grey Wolf) হলে পায়ের ছাপের সামনের দিকে নখের নাগ পাওয়া যাবে, কারণ নেকড়ে হল 'কুকুর' প্রজাতির। আর, বাঘ (Tiger) হলে ছাপ আকারে একটু বড়, গোল ও নখের দাগ বিহীন হবে।" তবে, দফতরের কর্মীরাও এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত নন, বাঘ নাকি নেকড়ে বাঘ।
advertisement
মেদিনীপুর বনবিভাগের আধিকারিক (DFO) সন্দীপ বেরিয়াল জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। শীতের সময়ে বন্য প্রাণীদের বিচরণ দেখা যায়। পরিস্থিতির দিকে নজর রেখেছে বন দফতর। ওই পায়ের ছাপ দেখে প্রাথমিকভাবে আমাদের নেকড়ে বলেই মনে হচ্ছে। (West Medinipur Tiger Panic )
Partha Mukherjee