মুখ্যমন্ত্রীর কথা মেনেই মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী এলাকায় মুরগি দোকান খুলেছেন শিক্ষিত বেকার যুবক লালটু রাউত। এম.এ পাস করার পর সম্প্রতি ডিএলএডে ভর্তি হয়েছেন লাল্টু রাউত। ডিএলএড এর দ্বিতীয় বর্ষের ছাত্র লাল্টু। তাই সকালে দোকান সামলে হাতে এডমিট কার্ড নিয়ে কলেজে পরীক্ষা দিতেও যাচ্ছেন লাল্টু রাউত। লাল্টু বলেন, বর্তমান সময়ে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
advertisement
কবে তাদের চাকরি হবে, তা তারা নিজেরাও জানেননা। তাই এই পরিস্থিতিতে চাকরি পাওয়ার আশা একপ্রকার ছেড়ে দিয়েই ছোট খাটো ব্যাবসা করে উপার্জনের রাস্তা বেছে নিয়েছি। এই পরিস্থিতিতে চাকরি পাওয়া সৌভাগ্যের ব্যাপার।
আরও পড়ুন: Gold Price Today: আজ অনেকটাই দাম কমল সোনার, সস্তা হয়েছে রুপোও
তাই এই মুরগী দোকান খুলে নিজের পরিবার ও পড়াশোনার খরচ চালাচ্ছি। প্রসঙ্গত লাল্টু ইতিমধ্যেই স্নাতকোত্তর, তিনি ইতিমধ্যেই DL-Ed কোর্স নিয়ে পড়াশুনা করছেন। তবে তার এই কাজ করতে অসম্মানজনক মনেই হযনা। লাল্টু বলে, কোনও কাজই ছোট নয়, শুধু খারাপ লাগে এত পড়াশোনা কোনও কাজে লাগাতে পারছি না।
Partha Mukherjee





