TRENDING:

West Midnapore News: এমএ পাস করেও চাকরি পাননি, অন্য পেশা বেছেছেন মেদিনীপুরের লাল্টু

Last Updated:

 চাকরি পাওয়ার আশা একপ্রকার ছেড়ে দিয়েই ছোট খাটো ব্যাবসা করে উপার্জনের রাস্তা বেছে নিয়েছেন এম এ পাস করা যুবক। তবে সে পেশা হল কসাই এর ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: উচ্চশিক্ষিত হয়েও মেলেনি চাকরি। তাই লাল্টু এখন MA পাস কসাই। মুরগি দোকান খুলে মাংস বিক্রি করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত কঙ্কাবতী এলাকার বাসিন্দা লাল্টু রাউৎ। বর্তমান সরকারের আমলে চাকরি নিয়ে একাধিক দুর্নীতির ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই জায়গায় বর্তমান সময়ে চাকরি পেতে হিমশিম খাচ্ছেন শিক্ষিত বেকার যুবক যুবতী চাকরি প্রার্থীরা। বিভিন্ন বেকার শিক্ষিত যুবক, যুবতীদের চপ, ঝালমুড়ি ব্যবসা খোলার পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

মুখ্যমন্ত্রীর কথা মেনেই মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী এলাকায় মুরগি দোকান খুলেছেন শিক্ষিত বেকার যুবক লালটু রাউত। এম.এ পাস করার পর সম্প্রতি ডিএলএডে ভর্তি হয়েছেন লাল্টু রাউত। ডিএলএড এর দ্বিতীয় বর্ষের ছাত্র লাল্টু। তাই সকালে দোকান সামলে হাতে এডমিট কার্ড নিয়ে কলেজে পরীক্ষা দিতেও যাচ্ছেন লাল্টু রাউত। লাল্টু বলেন, বর্তমান সময়ে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরির জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

advertisement

আরও পড়ুন: Shani Sade Sati Till 2050: শনির মহারোষ! নতুন বছরই নয় ২০৫০ পর্যন্ত পিছু ছাড়বেনা বিপদ-দুর্ভোগ, সাড়ে সাতির কাঁটায় বিদ্ধ জীবন

কবে তাদের চাকরি হবে, তা তারা নিজেরাও জানেননা। তাই এই পরিস্থিতিতে চাকরি পাওয়ার আশা একপ্রকার ছেড়ে দিয়েই ছোট খাটো ব্যাবসা করে উপার্জনের রাস্তা বেছে নিয়েছি। এই পরিস্থিতিতে চাকরি পাওয়া সৌভাগ্যের ব্যাপার।

advertisement

View More

আরও পড়ুন: Gold Price Today: আজ অনেকটাই দাম কমল সোনার, সস্তা হয়েছে রুপোও

তাই এই মুরগী দোকান খুলে নিজের পরিবার ও পড়াশোনার খরচ চালাচ্ছি। প্রসঙ্গত লাল্টু ইতিমধ্যেই স্নাতকোত্তর, তিনি ইতিমধ্যেই DL-Ed কোর্স নিয়ে পড়াশুনা করছেন। তবে তার এই কাজ করতে অসম্মানজনক মনেই হযনা। লাল্টু বলে, কোনও কাজই ছোট নয়, শুধু খারাপ লাগে এত পড়াশোনা কোনও কাজে লাগাতে পারছি না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

Partha Mukherjee 

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: এমএ পাস করেও চাকরি পাননি, অন্য পেশা বেছেছেন মেদিনীপুরের লাল্টু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল