Gold Price Today: আজ অনেকটাই দাম কমল সোনার, সস্তা হয়েছে রুপোও

Last Updated:
সোনার দাম বাড়লে রুপোর দামও বাড়ে, ঠিক তেমনই সোনার দাম কমলে রুপোরও দাম কমে।
1/5
ভারতীয়দের জনসমাজে বিনিয়োগের কথা উঠলে সবার আগে মাথায় আসে সাবেকি সেই সোনা আর রুপোর প্রসঙ্গই। তবে যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রেখে চিন্তা-ভাবনা করা দরকার। কেন না, এই দুই মূল্যবান ধাতুর দাম প্রতি দিনই বদলে বদলে যায়, কখনও তা বাড়ে, কখনও বা আবার কমে।
ভারতীয়দের জনসমাজে বিনিয়োগের কথা উঠলে সবার আগে মাথায় আসে সাবেকি সেই সোনা আর রুপোর প্রসঙ্গই। তবে যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রেখে চিন্তা-ভাবনা করা দরকার। কেন না, এই দুই মূল্যবান ধাতুর দাম প্রতি দিনই বদলে বদলে যায়, কখনও তা বাড়ে, কখনও বা আবার কমে।
advertisement
2/5
আজ, দেশের বাজার এবং আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার ৬ ডিসেম্বর সোনার দামে পতন দেখা গিয়েছে ৷ সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও ৷ এদিন সকালে সোনার দাম ৩৮৭ টাকা কমে প্রতি ১০ গ্রামে (২৪ ক্যারেট) ৫৩৪৬৩ টাকা হয়েছে ৷
আজ, দেশের বাজার এবং আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার ৬ ডিসেম্বর সোনার দামে পতন দেখা গিয়েছে ৷ সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও ৷ এদিন সকালে সোনার দাম ৩৮৭ টাকা কমে প্রতি ১০ গ্রামে (২৪ ক্যারেট) ৫৩৪৬৩ টাকা হয়েছে ৷
advertisement
3/5
সাবেকি বিনিয়োগের কথা ছেড়ে দিলেও শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম, তত্ত্বের বাসন-কোসনে রুপোর সামগ্রী কেনাকাটার দরকার অনেকেরই হতে পারে। মজার ব্যাপার, সোনার দামের সঙ্গেই পাল্লা দিয়ে চলে রুপোর দাম। সোনার দাম বাড়লে রুপোর দামও বাড়ে, ঠিক তেমনই সোনার দাম কমলে রুপোরও দাম কমে। এই হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে সোমবারের তুলনায় রুপোর দাম কমে প্রতি কিলোতে ৬৫১৯১ টাকা হয়েছে ৷
সাবেকি বিনিয়োগের কথা ছেড়ে দিলেও শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম, তত্ত্বের বাসন-কোসনে রুপোর সামগ্রী কেনাকাটার দরকার অনেকেরই হতে পারে। মজার ব্যাপার, সোনার দামের সঙ্গেই পাল্লা দিয়ে চলে রুপোর দাম। সোনার দাম বাড়লে রুপোর দামও বাড়ে, ঠিক তেমনই সোনার দাম কমলে রুপোরও দাম কমে। এই হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে সোমবারের তুলনায় রুপোর দাম কমে প্রতি কিলোতে ৬৫১৯১ টাকা হয়েছে ৷
advertisement
4/5
দেশের বাজারে অবশ্য স্পট গোল্ডের দাম সোমবার বেড়ে গিয়েছিল ৷ সোনা ২২৭ টাকা বেড়ে ৫৪৩৮৬ টাকা হয়ে গিয়েছিল ৷
দেশের বাজারে অবশ্য স্পট গোল্ডের দাম সোমবার বেড়ে গিয়েছিল ৷ সোনা ২২৭ টাকা বেড়ে ৫৪৩৮৬ টাকা হয়ে গিয়েছিল ৷
advertisement
5/5
 গ্লোবাল মার্কেটে সোনার দাম ৪.১০ ডলার বেড়ে প্রতি আউন্সে ১৭৭৩ ডলার হয়েছে ৷ রুপোর দাম ০.১১ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম ৮২২.৩৪ ডলার হয়েছে ৷
গ্লোবাল মার্কেটে সোনার দাম ৪.১০ ডলার বেড়ে প্রতি আউন্সে ১৭৭৩ ডলার হয়েছে ৷ রুপোর দাম ০.১১ ডলার বেড়ে প্রতি আউন্সের দাম ৮২২.৩৪ ডলার হয়েছে ৷
advertisement
advertisement
advertisement