Gold Price Today: আজ অনেকটাই দাম কমল সোনার, সস্তা হয়েছে রুপোও
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সোনার দাম বাড়লে রুপোর দামও বাড়ে, ঠিক তেমনই সোনার দাম কমলে রুপোরও দাম কমে।
advertisement
advertisement
সাবেকি বিনিয়োগের কথা ছেড়ে দিলেও শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম, তত্ত্বের বাসন-কোসনে রুপোর সামগ্রী কেনাকাটার দরকার অনেকেরই হতে পারে। মজার ব্যাপার, সোনার দামের সঙ্গেই পাল্লা দিয়ে চলে রুপোর দাম। সোনার দাম বাড়লে রুপোর দামও বাড়ে, ঠিক তেমনই সোনার দাম কমলে রুপোরও দাম কমে। এই হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে সোমবারের তুলনায় রুপোর দাম কমে প্রতি কিলোতে ৬৫১৯১ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
