মেদিনীপুরে অবস্থিত পলাশী প্রাথমিক বিদ্যালয়। দোলের আগে এই প্রাথমিক স্কুলের পড়ুয়ারা নিজেদের কাঁচা হাতেই তৈরি করছে ভেষজ আবির। স্কুলে টিফিনের বিরতিতে তৈরি হচ্ছে শাকসবজি থেকে নানান রঙের আবির। এবারের দোলে এই ভেষজ আবির নিয়েই মেতে উঠবে তারা।
আরও পড়ুন: অর্ধশতক পুরনো সাইনবোর্ডটা কিছুদিন পর মুছে যাবে বাঁকুড়া শহর থেকে
advertisement
বাজারে সচরাচর যে রং বা আবির কিনতে পাওয়া যায় তাতে কেমিক্যাল মেশানো থাকে। এগুলো শিশুদের ত্বকের মারাত্মক ক্ষতি করে। তা থেকে বাঁচতে এবার খোদ শিশুরাই তৈরি করছেন নিজেদের জন্য ভেষজ আবির। ওই স্কুলের পড়ুয়া অপর্ণা, শুভ, কল্পনা, সোহম, বিশ্বজিৎদের কথায়, "স্যাররা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এছাড়াও গত বছর আমরা এই আবির তৈরি করেছিলাম। এই আবির দিয়েই আমরা রং খেলব।"
পলাশী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩৪ জন। প্রায় সকল ছাত্র-ছাত্রীই ভেষজ আবির তৈরিতে যোগ দিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র বলেন, হাতে-কলমে শিক্ষা দীর্ঘস্থায়ী হয়। তাই এই ধরনের কর্মসূচির মাধ্যমে কচিকাঁচাদের শেখার ভিত যেমন মজবুত হয় তেমনই তাদের মধ্যে সৃজনশীল মানসিকতাও গড়ে ওঠে। সর্বোপরি সম্পূর্ণ ভেষজ উপাদনে তৈরি হওয়া এই আবির কচিকাঁচাদের জন্য খুবই নিরাপদ।
রঞ্জন চন্দ