কন্যা সন্তানের প্রতি পরিবারের অনীহা দূর হোক, মেয়েদের উচ্চশিক্ষা নিয়ে সচেতন হোক পুরুষ। তাঁদের নাটকে এমনই বার্তা তুলে ধরল এগরা কৃষ্টি নাট্য সংস্থা। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে এই পথনাটক আয়োজিত হয়। পশ্চিম মেদিনীপুরের খাকুড়দাতে নারীর প্রতি পুরুষের মনোভাব আজও কী তা এই নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। সেখানে দেখানও হয়েছে, মেয়ে এবং মায়ের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ। তবে স্বামী বিমুখ, মদ্যপ। কীভাবে তাঁকে সচেতন করে অগ্রগতির পথে ফিরিয়ে আনা হল সেই গল্পই বলে সামাল সামাল রে।
advertisement
আরও পড়ুন: কর্ণাটকের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ, এক দফাতেই ভোট, তিন দিন পরে ফলাফল
বাল্যবিবাহ ঠেকাতে ও নারী শিক্ষার প্রসারে আয়োজিত এই পথনাটক দেখতে ভিড় করেন এলাকার বহু মানুষ। নাটক শেষে দর্শকদের মুখ-চোখই বলে দেয় বিষয়গুলি তাঁদের যথেষ্ট ভাবিয়েছে।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2023 2:05 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: পুরুষতান্ত্রিক বাবা কী করে মেয়ের প্রতি সহমর্মী হল সেই গল্পই বলে 'সামাল সামাল রে'