এছাড়াও এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকাশক রিংকু চক্রবর্তী, কুইজ মাস্টার কৃষ্ণপ্রসাদ ঘড়া, অরুনাংশু প্রধান, সৌগত কান্ডার, জিয়াউর রহমান, সুজিত ভৌমিক, আরিফ ইকবাল খান, শুভদীপ মাজী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, লেখক শ্যামল বেরা, ভয়েস আর্টিস্ট ও অভিনেতা শোভন সোম কামিল্যা, কুইজ প্রেমী অঞ্জন মন্ডল, গায়ক কৌস্তভ হাইত সহ অন্যান্য বিশিষ্ট। সুচারুভাবে গোটা কুইজ পর্বটি পরিচালনা করেন দুই দাদাগিরি চ্যাম্পিয়ন কুইজ মাস্টার দীপসুন্দর দিন্ডা ও কুইজ মাস্টার শান্তনু ভট্টাচার্য এবং কুইজ মাস্টার সাহেব মাইতি, পূর্ণ অধিকারী এবং অনল চক্রবর্তীকে নিয়ে গঠিত পাঁচ সদস্যের বিচারক মন্ডলী।
advertisement
আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে ৬ নং জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের
প্রাথমিক বাছাই পর্বের পর ১০ টি টিম ফাইনালে ওঠে। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পর চ্যাম্পিয়ন হন স্বরাজ মহাপাত্র ও সন্দীপ শেখর জানা জুটি, দ্বিতীয় হন অনুব্রত চক্রবর্তী ও শৌভিক মহাপাত্র জুটূ এবং তৃতীয় হন অর্ণবজ্যোতি পাল ও পাশ্চাত্য মান্না জুটি। অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ছিলেন শান্তনু ভট্টাচার্য এবং কাঠপুল গ্রুপের সদস্য সিন্টু দে, অমিত দাস, অনির্বাণ ব্যানার্জী, অতনু ঘোষ, সুমন পণ্ডিত, সন্তু বেরা, হারু ঠাকুর, মৃন্ময় গাঁতাইত, বিশ্বজিৎ দাস, শুভদীপ নাগ প্রমুখ।
আরও পড়ুনঃ খড়্গপুরে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত MVI আধিকারিক
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের অনুষ্ঠানে এতো গুণী মানুষ ও দুর-দুরান্ত থেকে আসা প্রতিযোগীদের পেয়ে তাঁরা আপ্লুত। মাদপুরের বুকে এই ধরনের বড়ো মাপের কুইজ এই প্রথমবার হল। পরের বছর আরও বড় আকারে এই অনুষ্ঠানটি করার ব্যাপারে উদ্যোক্তা আশাবাদী। কুইজ ঘিরে উপস্থিত দর্শক দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কুইজ সুষ্ঠভাবে ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অন্যতম মুখ্য আয়োজক শান্তনু ভট্টাচার্য।
Partha Mukherjee






