Paschim Medinipur News: রাস্তা মেরামতের দাবিতে ৬ নং জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রাস্তা সারানোর দাবি তুলে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের সাহাচক এলাকায়। ৬ নম্বর জাতীয় সড়কের সাহাচক এলাকার ফ্লাই ওভারের নিচে গ্রামবাসীরা রাস্তা সারানোর দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কয়েক ঘন্টা ধরে।
#পশ্চিম মেদিনীপুর : রাস্তা সারানোর দাবি তুলে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের সাহাচক এলাকায়। ৬ নম্বর জাতীয় সড়কের সাহাচক এলাকার ফ্লাই ওভারের নিচে গ্রামবাসীরা রাস্তা সারানোর দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কয়েক ঘন্টা ধরে। স্থানীয় গ্রামবাসী ও অবরোধকারীদের অভিযোগ, সাহাচকে এই ফ্লাই ওভারের নীচে প্রচুর পরিমাণে আয়রন ডাস্ট পড়ে থাকে রাস্তায়। ওভার লোডিং বড় বড় ট্রাক যাতায়াত করায় রাস্তায় বড়বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে গাড়ি যাতায়াত করায় স্থানীয় মানুষদের প্রচুর সমস্যা হচ্ছে।
ওভারলোডিং লরি যাতায়াত করায় প্রচুর পরিমাণে আয়রন ও ছাই গুঁড়ো বাতাসে উড়তে থাকে। ফলে একদিকে যেমন এলাকার পরিবেশ দূষণ হচ্ছে তেমনই এই আয়রন ডাস্ট নাকে মুখে ঢুকে অসুস্থ হয়ে পড়ছে এলাকার মানুষজন। ছাত্রছাত্রীরা বাড়ি থেকে সাদা জামাকাপড় পরে বেরিয়ে ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করায় মুহূর্তের মধ্যে জামাকাপড় লাল হয়ে যায়। এছাড়াও এই আয়রন ডাস্ট এর ফলে বিভিন্ন রকমের চর্মরোগ দেখা দিচ্ছে এলাকার মানুষদের শরীরে।
advertisement
আরও পড়ুনঃ খড়্গপুরে রাজ্য স্তরের কুইজে অংশ নিল কয়েকশো ছাত্রছাত্রী
এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে বহুবার জানানোর পরেও এখনও পর্যন্ত কোনও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়েই এই এলাকার মানুষদের রাস্তায় নামতে হয়েছে। দীর্ঘ প্রায় দুঘন্টা অবরোধ কর্মসূচি চলে এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়গপুর লোকাল থানার পুলিশ এবং পুলিশী হস্তক্ষেপে বিক্ষোভ অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
advertisement
advertisement
Partha Mukherjee
view commentsLocation :
First Published :
November 10, 2022 1:44 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: রাস্তা মেরামতের দাবিতে ৬ নং জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের