তবে এই অবস্থাকে তো চুপচাপ মুখবুঝে মেনে নেওয়া যাবে না। চেষ্টা শেষ অব্দি চালাতে হবে। আর তাই পরিবেশকে বাঁচাতে, পৃথিবীতে আরও একটু সবুজ করে তুলতে এগিয়ে এল পশ্চিম মেদিনীপুরের তেঘরি হাইস্কুল। স্কুল বিল্ডিংয়ের কাছে থাকা একটি দুষ্প্রাপ্য গাছকে দত্তক নিল বিদ্যালয়টি।
আরও পড়ুন: দাদার বাড়ি যেতে গিয়ে পথ হারালেন বৃদ্ধা, ঘুরে বেড়ালেন এখানে ওখানে
advertisement
তেঘরি হাইস্কুলের কাছে একটি হলুদ শিমুল গাছ আছে। হলুদ শিমুল ফুল দুষ্প্রাপ্য। এই হলুদ শিমুল গাছ সাধারণ শিমুলের থেকে আলাদা। কিন্তু দেখভালের অভাবে এই দুষ্প্রাপ্য গাছটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এমন বিরল গাছ হারিয়ে যাওয়াটা সবদিক থেকেই ক্ষতিকারক। আর তাই তেঘরি হাইস্কুল কর্তৃপক্ষ গাছটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়।
যে ব্যক্তির বাড়িতে এই গাছটি ছিল তিনি সম্প্রতি এই বিরল গাছটি বিক্রির সিদ্ধান্ত নেন। সেই কথা জানতে পেরে তাঁকে স্কুলের পক্ষ থেকে বোঝানো হয় যাতে তিনি এমন কাজ না করেন। এরপরই এই দুষ্প্রাপ্য হলুদ শিমুল গাছ দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হলুদ শিমুল গাছটিকে দত্তক নেওয়া হয়। এই উপলক্ষে হলদে শিমুল শীর্ষক একটি অনুষ্ঠান হয়। তেঘড়ি হাইস্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ সকলের নজর কেড়েছে।
রঞ্জন চন্দ