Hooghly News: দাদার বাড়ি যেতে গিয়ে পথ হারালেন বৃদ্ধা, ঘুরে বেড়ালেন এখানে ওখানে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
হুগলির আরামবাগের তেলুয়াতে মা সারদার মেলা বসে। সেখানেই এসেছিলেন পূর্ব বর্ধমানের বড়বৈনানের মঞ্জু সোম। এখান থেকে যাচ্ছিলেন দাদার বাড়ি। ওই বৃদ্ধার দাদার বাড়ি আরামবাগেই। কিন্তু মেলা থেকে বেরিয়ে তিনি পথ হারিয়ে ফেলেন। দাদার বাড়ি খুঁজে পাননি। অসহায়ের মত এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন।
হুগলি: মেলা দেখে ফেরার সময় পথ হারিয়েছিলেন বৃদ্ধা মঞ্জু সোম। অসহায়ের মত ঘুরে বেড়াচ্ছিলেন রাস্তায়। শেষ পর্যন্ত স্থানীয় কাউন্সিলরের তৎপরতায় তিনি ফিরে গেলেন পরিবারের কাছে।
হুগলির আরামবাগের তেলুয়াতে মা সারদার মেলা বসে। সেখানেই এসেছিলেন পূর্ব বর্ধমানের বড়বৈনানের মঞ্জু সোম। এখান থেকে যাচ্ছিলেন দাদার বাড়ি। ওই বৃদ্ধার দাদার বাড়ি আরামবাগেই। কিন্তু মেলা থেকে বেরিয়ে তিনি পথ হারিয়ে ফেলেন। দাদার বাড়ি খুঁজে পাননি। অসহায়ের মত এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন। স্থানীয় মানুষের নজরে বিষয়টি আসে। তাঁরা গোটা ঘটনা জানান আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দীকে। এরপর স্বপনবাবু বিভিন্ন জায়গায় ওই বৃদ্ধার দাদার খোঁজখবর করেন। কিন্তু তাঁর বাড়ি খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত ওই বৃদ্ধাকে পুলিশের হাতে তুলে দেন।
advertisement
advertisement
এই বিষয়ে কাউন্সিলর স্বপন নন্দী বলেন, স্থানীয়রা খবর দেওয়া মাত্রই তড়িঘড়ি পৌঁছে যাই। ওই বৃদ্ধা দাদার বাড়ি হারিয়ে ফেলেন। অনেক চেষ্টা করেও খোঁজ পাওয়া যায়নি। তাই ওনাকে পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়। সূত্রের খবর, এরপর পুলিশ ওই বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁর বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয়।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 1:36 PM IST