East Bardhaman News: বোরো চাষের সময় চুরি একের পর এক সেচ পাম্প, মাথায় হাত কৃষকদের
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা কলিগ্রামের এই এলাকায় বহু পাম্প ঘর ভেঙে সাবমার্সিবলের যন্ত্রপাতি লুট করে নিয়ে গিয়েছে।
পূর্ব বর্ধমান: বাংলার শস্য ভাণ্ডার বলা হয় বর্ধমানকে। আরও ভালো করে বললে, পূর্ব বর্ধমান জেলা চাষের ক্ষেত্রে সারা রাজ্যের মধ্যে সবচেয়ে এগিয়ে। কিন্তু সেখানেই চাষের বহুমূল্য যন্ত্রপাতি হঠাৎ চুরি হয়ে গিয়েছে। ফলে মারাত্বক সমস্যার মুখে পড়েছেন কলিগ্রাম মৌজার ফরিদপুরের কৃষকরা।
জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা কলিগ্রামের এই এলাকায় বহু পাম্প ঘর ভেঙে সাবমার্সিবলের যন্ত্রপাতি লুট করে নিয়ে গিয়েছে। এইভাবে প্রায় ৭ টি পাম্প ঘর ভেঙে দামি যন্ত্রপাতি চুরি করা হয়েছে। এই এলাকায় অতীতেও এমন ঘটনা ঘটেছিল। ফলে বোরো ধান চাষের মরশুমে মাথায় হাত পড়েছে কৃষকদের। কী করে ফসল ফলাবেন তা ভেবে পাচ্ছেন না।
advertisement
advertisement
বোরো চাষে জল সেচের দরকার পড়ে। আর তা মূলত সাবমার্সিবল পাম্পের মাধ্যমেই হয়ে থাকে। ভূগর্ভস্ত জল এই পাম্পের সাহায্যে তুলে চাষের কাজে লাগানো হয়। এর জন্য জমির মাঝে মাঝে ছোট ছোট ঘর তৈরি করে সাবমার্সিবল পাম্প বসান কৃষকরা। সেই ঘর ভেঙেই চাষের জল সেচের এই দামি যন্ত্র চুরি করা হয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের অসহায়তার কথা বলতে গিয়ে এলাকার কৃষক দীনবন্ধু ঘোষ বলেন, আমরা গরিব চাষি। এবছর এমনিতেই ধান ভালো হচ্ছে না। কিন্তু এই চুরি আমাদের একেবারে পথে বসিয়ে দিয়েছে। বহুমূল্যের জিনিস যেমন খোয়া গিয়েছে, তেমনই আমাদের চাষ করাও অসম্ভব হয়ে উঠেছে। তাঁরা এই বিষয়ে প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 1:16 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বোরো চাষের সময় চুরি একের পর এক সেচ পাম্প, মাথায় হাত কৃষকদের