বুধবার সন্ধেয় পশ্চিম মেদিনীপুরের ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ছেড়ুয়া গ্রামে এই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের জেরে একটি বাড়ির চাল সহ বেশকিছু অংশ উড়ে যায়। তবে বাড়ির ভেতর সেই সময় কেউ না থাকায় হতাহত হয়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। তারা গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে।
advertisement
আরও পড়ুন: এশিয়ান গেমসে সুযোগ পেলেন নদিয়ার দিব্যজিৎ
এদিকে ছেড়ুয়ার পার্শ্ববতী গ্রাম কেশবপুরের বাসিন্দারাও জানিয়েছেন, তাঁরা বুধবার বিকেলের পর বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। কিন্তু ভেবেছিলেন জাতীয় সড়কের উপর কোনও বাস বা ট্রাকের টায়ার ফেটে ওই আওয়াজ এসেছে। কিন্তু পরে ছেড়ুয়ার দিকে পুলিশের গাড়ি যেতে দেখে তাঁদের সন্দেহ হয়। খোঁজ নিয়ে জানাতে পারেন, ভয়ঙ্কর বিস্ফোরণে একটি বাড়ির চাল উড়ে গিয়েছে। যদিও কেশবপুরের মানুষের একাংশের দাবি, গ্যাস সিলিন্ডার ফাটলে এত বিকট শব্দ হয় না। তাঁদের অভিযোগ, ছেড়ুয়ার বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি করা হয়। কোনভাবেই সেই বাজি কারখানারতেই বিস্ফোরণ হয়েছে বলে তাঁদের ধারণা। এদিকে এই বিস্ফোরণের বিষয়ে ছেড়ুয়ার বাকি বাসিন্দারা মুখে কার্যত কুলুপ এঁটেছে। তাঁরা কোনও মন্তব্য করতে চাইছেন না।
শোভন দাস