Nadia News: এশিয়ান গেমসে সুযোগ পেলেন নদিয়ার দিব্যজিৎ

Last Updated:

জাতীয় যোগা প্রতিযোগিতার তিনটি ইভেন্টে সোনা জিতে সৌদি আরবে আয়োজিত এশিয়ান গেমসে সুযোগ পেলেন নদীয়ার দিব্যজিৎ দাস

+
title=

নদিয়া: সৌদি আরবে আয়োজিত এশিয়ান গেমসে ডাক পেলেন কৃষ্ণনগরের দিব্যজিৎ দাস। মাত্র ২৩ বছর বয়সেই যোগব্যায়ামের মাধ্যমে সর্বত্র সাড়া ফেলে দিয়েছে কৃষ্ণনগরের এই যুবক। আর তাই সৌদি আরবে আসন্ন এশিয়ান গেমসে ডাক পেয়েছেন তিনি।
নদিয়ার কৃষ্ণনগরের দিবজিৎ দাস জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় তিনটি ইভেন্টের তিনটিতেই সোনা জিতে জাতীয় রেকর্ড করেছেন। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশী সকলে। এশিয়ান গেমসেও ভাল ফল করতে চান দিব্যজিৎ।
জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে বুধবার সকালে বাড়িতে ফেরেন দিব্যজিৎ। কৃষ্ণনগরের স্টেশন থেকে ব্যান্ড বাজিয়ে তাঁকে কালীনগরে নিজের বাড়িতে নিয়ে আসা হয়। মাত্র দু' বছর বয়স থেকেই যোগব্যায়াম শুরু করেন। জেলা ও রাজ্যস্তরের প্রতিযোগিতায় বহু সাফল্য পেয়েছেন। ঘরের মধ্যে সেইসব ট্রফি ও পদক থরে থরে সাজানো। পরিবারে তাঁর বাবা, মা ও বোন আছে। বাবা সঞ্জিতকুমার দাস পেশায় কাঠের ব্যবসায়ী।
advertisement
advertisement
কালীনগর হাই স্কুল ও পরে কলেজিয়েট স্কুল থেকে স্কুল জীবন শেষ করেন দিব্যজিৎ। তারপর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে গ্র্যাজুয়েশন ও ইংরেজিতে স্নাতকোত্তর পড়াশোনার করেন তিনি। বর্তমানে রাজস্থানের একটি কলেজে অনলাইনে যোগায় এমএ করছেন দিব্যজিৎ। সম্প্রতি অসমের গুয়াহাটিতে ন্যাশানাল যোগা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। সেখানে যোগার আর্টিস্টিক সিঙ্গল, আর্টিস্টিক পেয়ার ও আর্টিস্টিক গ্রুপে অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টেই সোনা জিতেছেন দিব্যজিৎ। সেই সঙ্গে জাতীয় রেকর্ডও করেছেন। আর তাই এবার তাঁর ডাক পড়েছে এশিয়ান গেমসে।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: এশিয়ান গেমসে সুযোগ পেলেন নদিয়ার দিব্যজিৎ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement