তিনি বলেন, এই আদিবাসী পাড়াটি পুরসভার অন্তর্গত হলেও দেখে মনে হয় একটি বিচ্ছিন্ন এলাকা। এখানে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতের সমস্যা রয়েছে। তিনি এলাকার মানুষদের বলেন, যে সমস্ত সমস্যার তাঁদের এলাকায় রয়েছে, সেবিষয়ে লিখিত আকারে বিস্তারিত জানাক।
আরও পড়ুনঃ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা দিবসে রবীন্দ্র-নজরুল স্মরণ মেদিনীপুরে
advertisement
মহকুমা শাসক প্রতিশ্রুতি দেন সমস্যা সমাধানের চেষ্টা তিনি করবেন। মহকুমা শাসক আরো বলেন, খড়গপুর একটি শিল্প এলাকা। বহু শিল্প এখানে রয়েছে। সেইসব শিল্প সংস্থা গুলি তাদের লভ্যাংশের একটা ক্ষুদ্র অংশ এখানের অনুন্নত এলাকার উন্নয়নে যদি ব্যয় করেন, তাহলে খুবই ভালো হয়।
আরও পড়ুনঃ ১৮ টি রাজ্যের পড়ুয়াদের নিয়ে এনএসএস- এর 'জাতীয় একতা শিবির' শুরু মেদিনীপুরে
মহকুমা শাসক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকার, রেশমি মেটালিক্স গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ রায়। জেনারেল ম্যানেজার ভাস্কর চৌধুরী প্রমুখ। এদিনের এই কর্মসূচির জন্য এলাকার মানুষেরা রেশমি মেটালিক্স এর কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
Partha Mukherjee