সারা বাংলার মতো ব্লকে ব্লকে চলছে বর্ষবরণ উৎসব। নাচে গানে বাংলার নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিভিন্ন স্কুল থেকে ক্লাব সংগঠন। নাচ গান আবৃত্তিতে বর্ষবরণ বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের।
পাশাপাশি দোকানগুলোতেও চলছে নববর্ষের দিনে পুজো করার হিড়িক।মিষ্টির দোকানেও রয়েছে দীর্ঘ লাইন।সব মিলিয়ে করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। এর মাঝে বসন্ত কাটিয়ে নতুন বছরের সূচনা। একটা বছর পেরিয়ে ১৪৩০ বঙ্গাব্দকে স্বাগত জানালো সকলে। বাঙালিয়ানায় নাচে গানে আবৃত্তিতে দিনটিকে স্মরণ করলো পশ্চিম মেদিনীপুরের বেলদার মানুষজন।শোভাযাত্রায় অংশ নিল কচিকাঁচারা।পায়ে পা মিলিয়ে নৃত্য পরিবেশন করলো খুদেরা।
advertisement
আরও পড়ুন: পান-বিড়ির দোকানও অ্যাপে হিসেব রাখছে! নববর্ষে বেজে উঠল খেরোর খাতার 'নিশ্চিত' বিদায় ঘণ্টা
এদিন সকালে বেলদা কালচারাল এসোসিয়েশন এর উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। পরে বেলদাতে বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে নাচে গানে বর্ষবরণ অনুষ্ঠান করে তারা।
Ranjan Chanda