স্থানীয় মানুষের বক্তব্য, ঝাড়গ্রামের জিতুশোল এর যে স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে তার কাঁচামাল বোঝাই করা গাড়ির অবাধ যাতায়াতের যেভাবে দৌরাত্ম্য বেড়েছে তার ফলেই রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। এই স্পঞ্জ আয়রন কারখানার ছাইয়ের গুঁড়ো (Dast) এত পরিমান উড়তে থাকে, যার ফলে ঐ রাস্তা দিয়ে যাতায়াত করার সময় মানুষের জামা কাপড় নষ্ট হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ আবারও ঝাড়গ্রামের নয়াগ্রামে পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু! তদন্তে বন দফতর
এই কারখানার পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম গুলি রয়েছে সেই গ্রামগুলির বেশকিছু পরিবারের শ্বাসকষ্টজনিত রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগের পাদূর্ভাব বাড়ছে বলেই অভিযোগ গ্রামবাসীদের। ফলে স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে ঐ রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহন চালকদের দাবি, এই ঘনবসতি পূর্ন এলাকা থেকে কোন ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হক ঐ স্পঞ্জ আয়রন কারখানাটিকে। নাহলে আগামী দিনে ওই এলাকায় মানুষের বসবাস করা দুর্বিসহ হয়ে উঠবে।
Partha Mukherjee