TRENDING:

Jhargram News: স্পঞ্জ আয়রন কারখানার মাল বোঝাই গাড়ির দৌরাত্ম্য রাস্তায়, সমস্যায় সাধারণ মানুষ

Last Updated:

ঝাড়গ্রাম জেলার মনোরম পরিবেশ থাকায় দূরদূরান্ত থেকে বহু পর্যটকরা ছুটে আসেন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। কিন্তু সেই ঝাড়গ্রাম ঢোকার রাস্তা লোধাশুলি থেকে সারদা বিদ্যাপীঠ মোড় পর্যন্ত ৫ নং রাজ্য সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার মনোরম পরিবেশ থাকায় দূরদূরান্ত থেকে বহু পর্যটকরা ছুটে আসেন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। কিন্তু সেই ঝাড়গ্রাম ঢোকার রাস্তা লোধাশুলি থেকে সারদা বিদ্যাপীঠ মোড় পর্যন্ত ৫ নং রাজ্য সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। যার ফলে চরম সমস্যায় পড়তে হয় ঐ পথ দিয়ে যাতায়াতকারী অসংখ্য মানুষকে। এই ব্যস্ততম শহরের ঢোকার মুখে রাস্তা খারাপ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্যদিনের যাত্রী থেকে মুমূর্ষু রোগীদের, যে রাস্তা দিয়ে কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া বিভিন্ন দূরদূরান্ত স্থানে যাতায়াত করা যায়, সেই রাস্তা খারাপ হওয়ায় সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে রাজ্য সরকারের ভুমিকা নিয়ে।
advertisement

স্থানীয় মানুষের বক্তব্য, ঝাড়গ্রামের জিতুশোল এর যে স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে তার কাঁচামাল বোঝাই করা গাড়ির অবাধ যাতায়াতের যেভাবে দৌরাত্ম্য বেড়েছে তার ফলেই রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। এই স্পঞ্জ আয়রন কারখানার ছাইয়ের গুঁড়ো (Dast) এত পরিমান উড়তে থাকে, যার ফলে রাস্তা দিয়ে যাতায়াত করার সময় মানুষের জামা কাপড় নষ্ট হয়ে যায়।

advertisement

আরও পড়ুনঃ আবারও ঝাড়গ্রামের নয়াগ্রামে পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু! তদন্তে বন দফতর

 

View More

 

এই কারখানার পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম গুলি রয়েছে সেই গ্রামগুলির বেশকিছু পরিবারের শ্বাসকষ্টজনিত রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগের পাদূর্ভাব বাড়ছে বলেই অভিযোগ গ্রামবাসীদের। ফলে স্থানীয় গ্রামবাসী থেকে শুরু করে রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহন চালকদের দাবি, এই ঘনবসতি পূর্ন এলাকা থেকে কোন ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হক স্পঞ্জ আয়রন কারখানাটিকে। নাহলে আগামী দিনে ওই এলাকায় মানুষের বসবাস করা দুর্বিসহ হয়ে উঠবে।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram News: স্পঞ্জ আয়রন কারখানার মাল বোঝাই গাড়ির দৌরাত্ম্য রাস্তায়, সমস্যায় সাধারণ মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল