Jhargram News: আবারও ঝাড়গ্রামের নয়াগ্রামে পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু! তদন্তে বন দফতর

Last Updated:

আবারও এক পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের তিন নম্বর বড়খাঁকড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই গ্রাম পাঞ্চয়েত এর বিড়িবাড়িয়া জঙ্গল লাগুয়া রঘুনাথপুর এলাকার চাষের জমিতে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতিকে মৃত অবস্থায় পড়ে দেখতে পায়।

#ঝাড়গ্রাম : আবারও এক পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের তিন নম্বর বড়খাঁকড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই গ্রাম পাঞ্চয়েত এর বিড়িবাড়িয়া জঙ্গল লাগুয়া রঘুনাথপুর এলাকার চাষের জমিতে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতিকে মৃত অবস্থায় পড়ে দেখতে পায়। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফোন করে স্থানীয় বনদফতরকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতর এর আধিকারিকরা। তবে কি কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।
বনদফতরের পক্ষ থেকে মৃত হাতিটির ময়নাতদন্ত করা হবে, তারপর কি কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে বন দফতর এর আধিকারিক জানান। তবে হাতির মৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় সারা বছর ধরে জঙ্গলমহলে হাতির তাণ্ডবে ফসল ঘরবাড়ির ক্ষতি হয় এবং প্রাণ হানির ঘটনাও ঘটে। তা সত্ত্বেও জঙ্গলমহলের মানুষ হাতিকে ঠাকুর দেবতা হিসেবে পূজা করে থাকেন।
advertisement
আরও পড়ুনঃ কংক্রিটের সেতুর দাবিতে হুমগড়ে পথ অবরোধ ছাত্রছাত্রীদের
তাই ওই হাতির মৃত্যুকে কেন্দ্র করে এলাকার মানুষদের মধ্যে শোক দেখা দিয়েছে। নয়াগ্রাম ব্লকের বিড়িবাড়িয়া জঙ্গল সংলগ্ন রঘুনাথপুর এলাকার মানুষেরা মৃত হাতিকে দেখতে ভীড় জমায় ঘটনাস্থলে। কেউ কেউ হাতিটিকে ফুলের মালা, সিঁদুর দিয়ে মৃত হাতিটির আত্মার শান্তি কামনাও করেন। প্রসঙ্গত, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে দলমার হাতির তান্ডব আটকাতে ইতিমধ্যেই ঝাড়গ্রামে আনা হয়েছে দুটি কুনকি হাতিকে।
advertisement
advertisement
 
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram News: আবারও ঝাড়গ্রামের নয়াগ্রামে পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু! তদন্তে বন দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement