Paschim Medinipur News: কংক্রিটের সেতুর দাবিতে হুমগড়ে পথ অবরোধ ছাত্রছাত্রীদের

Last Updated:

শীলাবতি নদীর উপর কংক্রিটের স্থায়ী ব্রীজের দাবিতে দুদিন ধরে অবস্থান বিক্ষোভ পথ অবরোধ গোয়ালতোড়ের হুমগড় এলাকার ছাত্রছাত্রীদের।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : শীলাবতি নদীর উপর কংক্রিটের স্থায়ী ব্রীজের দাবিতে দুদিন ধরে অবস্থান বিক্ষোভ পথ অবরোধ গোয়ালতোড়ের হুমগড় এলাকার ছাত্রছাত্রীদের। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ২ নং ব্লকের হুমগড় এলাকায় শিলাবতী নদীর উপর কংক্রিটের স্থায়ী ব্রীজের দাবিতে সোমবার থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করল ছাত্রছাত্রীরা। মঙ্গলবার দ্বিতীয় দিনে পথ অবরোধ কর্মসূচিতে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সামিল হল এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালতোড় থানার পুলিশ এবং বিডিও উপস্থিত হয়ে আশ্বাস দিলেও পথ অবরোধ প্রত্যাহার করেনি পড়ুয়ারা।
ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘ দু বছর যাবৎ সম্পূর্ণরূপে যাতায়াত বিচ্ছিন্ন রয়েছে একটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের। ভগ্নপ্রায় কাঠের সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীদের। স্থায়ী ব্রীজ না থাকায় সব থেকে বেশী ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ঐসব এলাকার চাষীদের। চাষের ফসল তারা নিয়ে আসতে পারছেন না বাজারে। বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে বাধ্য হয়েই কংক্রিটের স্থায়ী সেতুর দাবিতে আন্দোলনে নেমেছেন ছাত্রছাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ পিংলায় গুরুতর আহত উদ্ধার কলেজ ছাত্রী চিকিৎসাধীন কলকাতায়
বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও শিলাবতী নদীর ওপরে কাঠের সেতু, তাও ভাঙাচোরা, মেরামতের কাজ সম্পন্ন হয়নি। পথ অবরোধ কারীদের দাবি, জেলাশাসককে দ্রুত লিখিত দিতে হবে এই সেতুর কাজ কবে শুরু হবে, তার পরেই উঠবে এই পথ অবরোধ। অন্যদিকে এই প্রসঙ্গে গড়বেতা নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু দুলে বলেন, "এলাকার মানুষের অসুবিধা হচ্ছে, তা ঠিকই। কিন্তু এই মুহূর্তে ওই কাঠের সেতু মেরামতির পর্যাপ্ত টাকা নেই।"
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: কংক্রিটের সেতুর দাবিতে হুমগড়ে পথ অবরোধ ছাত্রছাত্রীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement