TRENDING:

Paschim Medinipur News: পরিষেবা দেওয়ার নাম করে লোক ঠকানোর কারবার, লক্ষ লক্ষ টাকা লুঠ, এবার পুলিশের হাতে

Last Updated:

Paschim Medinipur News: শালবনীর গোদাপিয়াশালে CSP খুলে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা প্রতারনা, গ্রেফতার যুবক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: পরিষেবা দেওয়ার পরিবর্তে CSP সেন্টার খুলে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার শালবনীর এক যুবক। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে বছর তিরিশের ওই যুবককে গ্রেফতার করে শালবনী থানার পুলিশ।
শালবনীর গোদাপিয়াশালে CSP খুলে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা প্রতারনা
শালবনীর গোদাপিয়াশালে CSP খুলে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা প্রতারনা
advertisement

দুপুর নাগাদ তাকে মেদিনীপুর আদালতে তোলা হলে, পুলিশ তাকে ৯ দিনের হেফাজতে চায়। বিচারক ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বলে শালবনী থানা সূত্রে বিকেল চারটা নাগাদ জানা গেছে। প্রসঙ্গত, শালবনী ব্লকের গোদাপিয়াশাল এলাকার বাসিন্দা কুশ মন্ডল নামে বছর ৩০ এর ওই যুবক গোদাপিয়াশাল বাজার এলাকায় গত কয়েক বছর ধরে রাষ্ট্র ব্যাঙ্কের একটি সিএসপি (Customer Service Point) সেন্টার পরিচালনা করত। বছর দুয়েক আগে ওই এলাকারই অঞ্জলি সিং নামে এক মহিলা ওই সিএসপি সেন্টারে গিয়ে ১ লক্ষ ৮০ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করতে বলেন সেন্টারের মালিক কুশ মন্ডলকে। কিছুক্ষণ পর কুশ তাঁকে জানায়, হয়ে গেছে!

advertisement

আরও পড়ুন -  Hooghly News: ছেলে পারবে না বাবা-মায়ের সম্পত্তি রাখতে, তার কাছে থাকতে বৃদ্ধাশ্রমে মা-বাবা

নিশ্চিন্তে বাড়ি চলে আসেন ওই মহিলা। এরপর, গত শুক্রবার নিজের পাস বই আপডেট করতে গিয়ে মহিলা জানতে পারেন তাঁর অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। এরপরেই, এলাকাবাসীর সাহায্যে অসহায় ওই মহিলা শনিবার শালবনী থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগ বা FIR-ও দায়ের করেন কুশ মন্ডলের বিরুদ্ধে।

advertisement

View More

আরও পড়ুন - ISL Champion: ভারতসেরা হল মোহনবাগান, স্বামীকে মাঠের মধ্যেই জড়িয়ে ধরে ঠোঁটে চুমু বাঙালি ফুটবলারের বউয়ের, রইল সব ফটো

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা খুঁজে পান শালবনী থানার পুলিশ আধিকারিকরা। শনিবার সকাল ১০ টা নাগাদ ওই যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এদিকে, ওই এলাকার অন্যান্য অনেকেরই অভিযোগ, আরও অনেকের টাকা এভাবেই আত্মসাৎ করেছেন ওই যুবক। সবমিলিয়ে প্রায় ১০-১২ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনেছেন তাঁরা। যদিও, বাকিরা এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে, খুব শীঘ্রই তাঁরা অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

Sovon Das

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: পরিষেবা দেওয়ার নাম করে লোক ঠকানোর কারবার, লক্ষ লক্ষ টাকা লুঠ, এবার পুলিশের হাতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল