Hooghly News: ছেলে পারবে না বাবা-মায়ের সম্পত্তি রাখতে, তার কাছে থাকতে বৃদ্ধাশ্রমে মা-বাবা
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
Hooghly News: ছেলের পাশে থাকতে বাড়ি বিক্রি করে বৃদ্ধাশ্রমে থাকার সিদ্ধান্ত দম্পতির। দুজনের মধ্যে একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও অন্যজন নামকরা চিকিৎসক
হুগলি: সাধারণত ছেলে-বৌমার অত্যাচারে বৃদ্ধ বাবা-মা বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হন। কিন্তু সন্তানের পাশে থাকার জন্য স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে থাকার ঘটনা একেবারেই নজিরবিহীন। আর এমনই দৃষ্টান্ত তৈরি করলেন সল্টলেকের এক দম্পতি। আরামবাগের 'আশা' বৃদ্ধাশ্রমে থাকার জন্য ইতিমধ্যেই আবাসিক সদস্যপদ গ্রহণ করেছেন।
জানা গেছে, তাঁদের একমাত্র সন্তান মানসিক ভারসাম্যহীন। ভবিষ্যতে বাড়িঘর দেখার জন্য সমস্যা হতে পারে। তাই নিজেদের বহু মূল্যবান বাড়ি বিক্রি করে দিয়েছেন ওই দম্পতি। আর প্রায় ৩৬ লক্ষ টাকা দান করেছেন ছেলে যে হোমে থাকে সেই হোমের উন্নয়নের জন্য। অন্যদিকে নিজেরা শেষ জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বৃদ্ধাশ্রমে ।
আরও পড়ুন- Purba BardhamanNews: স্বামী-স্ত্রী-র ঝগড়ার সুযোগ মহিলার কাছে আসা, তারপর করল রেপ, আসরে পুলিশ
advertisement
advertisement
ওই দম্পতি হলেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অশোক রাহা এবং তাঁর স্ত্রী ডাঃ সংঘমিত্রা রাহা। ডাঃ সঙ্ঘমিত্রা এখনও সল্টলেক সেক্টর থ্রিতে জেনারেল ফিজিশিয়ান হিসেবে প্র্যাকটিস করেন। তাঁদের ছেলে দেবর্ষি প্রায় ২৫ বছর আরামবাগ পৌরসভার ভাটার মোড় এলাকায় 'উত্তরায়ন রেসিডেন্সিয়াল সেন্টারে' থাকে। ওই বৃদ্ধাশ্রম থেকে যার দূরত্ব মাত্র ২ কিলোমিটার।
advertisement
অশোকবাবু জানান, তাঁরা এখনও সল্টলেকে থাকলেও প্রতি মাসে দু-একবার ছেলের কাছে আরামবাগে আসেন। বৃদ্ধাশ্রমে দু-তিন দিন কাটিয়ে যান। ওই দম্পতি পরিস্কার জানান, শেষ বয়সে ছেলের কাছাকাছি থাকার জন্যই তাঁদের এই সিদ্ধান্ত।
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 19, 2023 3:45 PM IST