যেখানে একদিকে যেমন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের পক্ষ থেকে তাদের উল্লেখযোগ্য কর্মসূচির স্টল দেওয়া হয়েছিল তেমনই বিভিন্ন স্ব সহায়ক দল ও হস্তশিল্পীদের তৈরি বস্ত্র থেকে শুরু করে বাড়ি সাজানোর বিভিন্ন সামগ্রীর স্টলও ছিল। তবে এরই মাঝে এই প্রথম কোন মেলায় স্টল দেখা গেল পুলিশের তরফে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকেও এই মেলায় দেওয়া হয়েছিল বস্ত্র ও বাড়ি সাজানোর সামগ্রীর প্রদর্শনী ও বিপনন স্টল।
advertisement
আরও পড়ুনঃ কেশপুরের বিকলচকের মানুষ পাচ্ছেন না ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা
কার্যতই অপরাধ দমনের পাশাপাশি এবার হস্তশিল্প প্রদর্শনী ও বিপননেও সামিল হল জেলার মহিলা পুলিশ কর্মীরা। শুধু বিপননই নয় সাথে ছিল সাইবার ক্রাইম নিয়ে সচেতনতার বার্তা। যা দৃষ্টি আকর্ষণ করেছিল মেলায় আগত মানুষদের। স্টলে উপস্থিত মহিলা পুলিশ কর্মীরা জানায়, তাদের স্টলে যেমন হস্তশিল্পী হাতে তৈরি বিভিন্ন পোশাক ছিল, তেমনই ছিল বাড়ি সাজানোর সামগ্রীর সম্ভার।
আরও পড়ুনঃ মেদিনীপুরে 'বাংলা মোদের গর্ব' মেলায় হস্তশিল্পীদের তৈরি নানা সামগ্রী
একই সঙ্গে স্টলে আগত মানুষদের জন্য ছিল সাইবার ক্রাইম, চাইল্ড ট্রাফিকিং, মোবাইল ফ্রড সহ বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতনতার বার্তা। মহিলা পুলিশ কর্মীরা জানায়, এই প্রথম পুলিশের তরফে স্টল দেওয়া হয়েছে। মানুষের সাড়া ছিল ভালই। স্টলে আগত অনেকেই মজা করে বলছে, যে এবার কি চাকরির পাশাপাশি ব্যবসাতেও পুলিশ!
Partha Mukherjee