Paschim Medinipur News: মেদিনীপুরে 'বাংলা মোদের গর্ব' মেলায় হস্তশিল্পীদের তৈরি নানা সামগ্রী
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
২০২২ এর শেষে শীতের আমেজকে সাথে নিয়ে বিগত বছরের মতো এবছর পশ্চিমবঙ্গে অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা সদর মেদিনীপুরের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আজ থেকে মেদিনীপুর কলেজ ময়দানে শুরু হল বাংলা মোদের গর্ব শীর্ষক অনুষ্ঠান।
#পশ্চিম মেদিনীপুর : ২০২২ এর শেষে শীতের আমেজকে সাথে নিয়ে বিগত বছরের মতো এবছর পশ্চিমবঙ্গে অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা সদর মেদিনীপুরের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আজ থেকে মেদিনীপুর কলেজ ময়দানে শুরু হল বাংলা মোদের গর্ব শীর্ষক অনুষ্ঠান। শুক্রবার এই অনুষ্ঠানে বিকেল ৫ টায় প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন, জেলাশাসক আয়েশা রানী। তিন দিনের এই বাংলা মোদের গর্ব, অনুষ্ঠান চলবে ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত।
পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক বরুন মন্ডল জানান, তিন দিনের এই অনুষ্ঠানে থাকছে স্বসহায়ক দলগুলির তৈরি দ্রব্য ও সামগ্রীর প্রদর্শনী, হস্তশিল্পের প্রদর্শনী, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ওপর প্রদর্শনী এবং উন্নয়নের পথে মানুষের সাথে শীর্ষক প্রদর্শনী। এছাড়াও মূল মঞ্চে থাকছে তিন দিন ধরে স্থানীয় শিল্পী, লোক প্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত শিল্পী এবং কলকাতা থেকে আগত শিল্পীদের অনুষ্ঠান। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দরা।
advertisement
advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া, গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া, খড়্গপুর গ্রামীন বিধানসভার বিধায়ক দিনেন রায়, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, খাদ্য কর্মাধ্যক্ষ মামনি মান্ডি, সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। প্রতিদিন এই মঞ্চে থাকছে নামি দামি শিল্পী সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার প্রথম দিনই ভীড় উপচে পড়ে মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট ময়দানে আয়োজিত "বাংলা মোদের গর্ব" মেলা ও প্রদর্শনী প্রাঙ্গনে।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
December 10, 2022 1:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: মেদিনীপুরে 'বাংলা মোদের গর্ব' মেলায় হস্তশিল্পীদের তৈরি নানা সামগ্রী