অনুষ্ঠানে সংগঠনের পক্ষে সবাইকে স্বাগত জানান অর্পন রায় চৌধুরী ও চিত্ততোষ পৈড়া। সভাপতিত্ব করেন শিক্ষক কাঞ্চন ঘড়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক ড.বিশ্বজিৎ সেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মঙ্গলপ্রসাদ মল্লিক ও সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, অধ্যাপক শুকদেব কুইলা, সমাজকর্মী শিক্ষক মণিকাঞ্চন রায়, চিত্রশিল্পী শিক্ষক নরসিংহ দাস, গায়ক শিক্ষক দীপেশ দে, গায়ক শিক্ষক দীপঙ্কর শীট প্রমুখ।
advertisement
আরও পড়ুন- ১৮ টি রাজ্যের পড়ুয়াদের নিয়ে এনএসএস- এর 'জাতীয় একতা শিবির' শুরু মেদিনীপুরে
এদিন অধ্যাপক ড.বিশ্বজিৎ সেন, চিকিৎসক ডাঃ মঙ্গলাপ্রসাদ মল্লিক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়াকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বিশেষ 'অপরাজেয়' সম্মান প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের চারজন স্বেচ্ছাসেবক রীনা মাহাত, দীনেশ সরেন, রামপ্রসাদ গরাই ও জয়ন্তী জানাকে সংগঠনের পক্ষ থেকে 'আপরাজেয়' সম্মান প্রদান করা হয়।
আরও পড়ুন- মোবাইল গেমে আসক্তি কমাতে অভিনব উদ্যোগ! পড়ুয়াদের নিয়ে কুইজ কর্মশালা মেদিনীপুরে
অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন 'অপরাজেয়' পরিবারের সদস্যরা। আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, নাটক ও আলোচনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়। অপরাজেয় পরিবারের কচিকাঁচাদের পরিবেশিত 'ডাকঘর' নাটকটি উপস্থিত সকলের মন জয় করে নেয়। পাশাপাশি এদিন সংগঠনের 'লোগো' প্রকাশিত হয়। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্ততোষ পৈড়া ও সুপর্ণা মাইতি।
Partha Mukherjee