বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা করা অমৃত ভারত স্টেশন প্রকল্পে স্থান পাওয়া খড়্গপুর সাবডিভিশনের স্টেশনগুলি নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। এরমধ্যে আছে শালিমার, বালেশ্বরের মত স্টেশন। এগুলিকে সর্বানিক প্রযুক্তিতে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন: 'গাছে আগুন লাগাবেন না', ছড়া কেটে সাবধান বাণী ব্যবসায়ীর
অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে নির্বাচিত ষ্টেশনগুলির জন্য একটি মাস্টার প্যান তৈরি করা হয়েছে। এই প্রকল্পের অধীনে স্টেশনগুলির উন্নতিকরণ এর সঙ্গে সঙ্গে যাত্রী সুবিধার সর্বোত্তম বন্দোবস্ত রাখা হবে বলে জানা গিয়েছে। যাত্রীদের থাকার এবং অপেক্ষা করার উন্নত লাউঞ্জের ব্যবস্থা থাকবে। থাকবে এস্ক্যালেটর বা চলমান সিঁড়ি। স্টেশনের যাত্রী পরিষেবা এলাকাকে ডাস্টপ্রুফ এরিয়া হিসেবে তৈরি করা হবে। স্টেশনে অত্যাধুনিক বসার আসন লাগানো হবে, যাতে যাত্রীরা বসে আরাম পান। যাত্রীরা বিনামূল্যে ৫-জি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। রেল স্টেশনের সৌন্দর্যয়নের উপরও জোর দেওয়া হবে।
advertisement
রঞ্জন চন্দ