TRENDING:

Jhargram News: লালগড়ে গার্লস স্কূলেও এবার ন্যাপকিন ভেন্ডিং মেশিন!

Last Updated:

ঝাড়গ্রাম জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা "মেঘবিতান ফাউন্ডেশন"-এর উদ্যোগে লালগড় সারদামনি বালিকা বিদ্যালয়ে ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও ন্যাপকিন বার্নিং মেশিনের উদ্বোধন করা হলো আজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা "মেঘবিতান ফাউন্ডেশন"-এর উদ্যোগে লালগড় সারদামনি বালিকা বিদ্যালয়ে ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও ন্যাপকিন বার্নিং মেশিনের উদ্বোধন করা হলো আজ। মেঘবিতান সংস্থাটি করোনা কালীন সময়ে সম্পূর্ণ বিনামূল্যে জঙ্গলমহল ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাতে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন দেওয়া, খাবার দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। এছাড়াও সারা বছর ধরে অন্যান্য নানা সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে সমাজসেবায় অংশ নেয় এই সংগঠন।
ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন 
ন্যাপকিন ভ্যান্ডিং মেশিন 
advertisement

মহিলা তথা ছাত্রীদের ঋতুচক্রকালীন সময়ে বিভিন্ন অসুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন স্কুলে নারী স্বাস্থ্য সচেতনতা মূলক অনুষ্ঠান করে থাকে এই সংস্থা। লালগড় সারদামণি গার্লস হাইস্কুলেও অনুষ্ঠিত হলো একটি "নারী স্বাস্থ্য সচেতনতা" শিবির। এই শিবির থেকে ছাত্রীদের জন্য ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও ন্যাপকিন বার্নিং মেশিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরার হাতে তুলে দেন মেঘবিতান ফাউন্ডেশনের সভাপতি দেবদ্বীপ রায়।

advertisement

আরও পড়ুনঃ রোগীদের জন্য চালু লিফট, উদ্বোধন করল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু!

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি নায়ার আজম খান, লালগড় নার্সিং প্রশিক্ষণ বিদ্যালয়ের অধ্যক্ষা ময়না দে, শিক্ষিকা রুবী গিরি, মৌপাল দেশপ্রাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ প্রসুন পড়িয়া, শিক্ষক সুব্রত মন্ডল, নার্সিং অফিসার ধৃতি মাহাতো, শিল্পী কাঞ্জিলাল, অর্চনা মাহাতো, অলিভিয়া দেওয়ান, কমিউনিটি হেল্থ অফিসার বিদিশা কর, মেঘবিতানের সম্পাদক বচন গিরি প্রমুখ। কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় মেঘবিতানের পক্ষে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান দেবদ্বীপ রায় ও বচন গিরি। উল্লেখ্য সবুজায়নের বার্তা দিতে এদিন প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি চারাগাছের গোড়ায় জল ঢেলে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram News: লালগড়ে গার্লস স্কূলেও এবার ন্যাপকিন ভেন্ডিং মেশিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল