TRENDING:

West Midnapore News: নিজের বিয়ে নিজেই রুখল! অষ্টম শ্রেণির ছাত্রী যা করে দেখাল ধন্য ধন্য করছে সকলে

Last Updated:

শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে প্রশাসনে খবর যাওয়ার পর পঞ্চায়েত প্রশাসনের তরফে প্রধান, উপপ্রধান মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে আটকায়। বিয়ে বন্ধ করার পাশাপাশি, ওই ছাত্রীর পরিবার-পরিজনকে সমাজ সচেতনতার বার্তা দিলেন আধিকারিকেরা। পরিবারের থেকে মুচলেকাও লিখিয়ে নেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোনা: আজকের দুর্গারা সব পারে৷ সংসার সামলে অফিস, আদালতে মেয়েরাও ছেলেদের সঙ্গে সমান তালে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হচ্ছে। কিন্তু, এমন ঘটনাও তো আখছাড় ঘটে, যেখানে মেয়েটি পড়াশোনা করতে চায়, আর তার পরিবারের লোক চায় বিয়ে দিতে।
নিজের বিয়ে নিজে রুখলো নাবালিকা ছাত্রী 
নিজের বিয়ে নিজে রুখলো নাবালিকা ছাত্রী 
advertisement

বয়স এখনও ১৮ হয়নি৷ তবুও পরিবারের লোক বিয়ে ঠিক করেছিল। বাড়ির লোকজন বিয়ের জন্য জোর করায় সরাসরি স্কুলের শিক্ষক-শিক্ষিকার কাছে গিয়ে সবকথা জানাল ছাত্রী। ব্যস! ওইটুকুই৷ এরপরে স্কুল এবং প্রশাসনের উদ্যোগে বন্ধ হল সেই বিয়ে৷

আরও পড়ুন: কখন-কীভাবে টাকার নোটে এল মহাত্মা গান্ধির ছবি? জানেন সেই ছবি তোলা হয়েছিল এই কলকাতাতেই!

advertisement

শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে প্রশাসনে খবর যাওয়ার পর পঞ্চায়েত প্রশাসনের তরফে প্রধান, উপপ্রধান মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে আটকায়। বিয়ে বন্ধ করার পাশাপাশি, ওই ছাত্রীর পরিবার-পরিজনকে সমাজ সচেতনতার বার্তা দিলেন আধিকারিকেরা। পরিবারের থেকে মুচলেকাও লিখিয়ে নেওয়া হয়েছে।

View More

আরও পড়ুন: প্রতিদিন যা মোবাইল ফোন চুরি যায়, তার ৫০% এরই কোনও হদিস পায় না পুলিশ! কারণ কী জানেন?

advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার ঘটনা। নাবালিকা ওই ছাত্রীর দূরদর্শিতাতেই এই বিয়ে আটকানো সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা। জানা গিয়েছে, মেয়েটি বর্তমানে অষ্টম শ্রেণির ছাত্রী। প্রসঙ্গত এর আগে নিজের বিয়ে আটকে সাহসিকতার পুরস্কার পেয়েছিল কন্যাশ্রীরা। তবে এবার গ্রাম পঞ্চায়েতের আধিকারিকেরা এলাকায় গিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেন সকলের কাছে। দুর্গাপূজার আগে, কন্যাশ্রীর এই চিন্তা ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: নিজের বিয়ে নিজেই রুখল! অষ্টম শ্রেণির ছাত্রী যা করে দেখাল ধন্য ধন্য করছে সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল