এদিন চন্দ্রকোনা এলাকায় যাদবনগর গ্রামে তাপস পাতর(২৮) নামে এক যুবকের মৃত্যু হয় বজ্রপাতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মাঠে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।অন্যদিকে শালবনি এলাকার বাগমারিতেও বজ্রাঘাতে মৃত্যু হয় স্বপন ভূঁইয়া (৪৪) নামে এক ব্যক্তির। কাজে গিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় তার।
advertisement
আরও পড়ুন: কালবৈশাখীর জের! বজ্রপাতে বর্ধমানে একই দিনে মৃত তিন ! ভয়াবহ
অন্যদিকে মেদিনীপুর শহর সংলগ্ন শিরোমনির সিমলডাঙ্গা এলাকাতে মাঠে হার্ভেস্টারে ধান কাটার কাজ দেখতে হাজির হয়েছিলেন গ্রামবাসীরা। বজ্রপাত হচ্ছে দেখে তাড়াতাড়ি মাঠ থেকে পালানোর চেষ্টা করেছিলেন সবাই । সেখানেই বজ্রপাতে ঘটনাস্থলে বৈদ্যনাথ সরেন (৫৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়। পাশাপাশি দুই কয়েকজন আহত হয়েছে বজ্রাঘাতে ।আহতদের ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাত! দৌড়ে গাছ তলায় আশ্রয়! শেষ রক্ষা হল না! হাবরায় মৃত দুই
অন্যদিকে কেশপুর থানার অঙ্গুয়া এলাকায় বাজ পড়ে গুরুতর আহত হয় মামনি ঘোষ (১৮) নামে এক কিশোরীর। চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। অন্যদিকে চন্দ্রকোনা থানার নীলগঞ্জ গ্রামে বজ্রপাতে আহত হয়েছেন এক মহিলা । আহত অবস্থায় সম্বরি হেমব্রম(৪২) ভর্তি হাসপাতালে। আহতের বাড়ি চন্দ্রকোনার নীলগঞ্জ গ্রামে।
তবে সারাদিন ভ্যাপসা গরমের পর বিকেলের স্বস্তি বৃষ্টি এবং বজ্রপাতে তিনজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।
Ranjan Chanda