TRENDING:

Midnapore News | Weather Updates: স্বস্তির বৃষ্টি কেড়ে নিল প্রাণ! মেদিনীপুরে বজ্রপাতে মৃত তিন! আহত চার! ভয়াবহ অবস্থা

Last Updated:

Midnapore News | Weather Updates:বৃহস্পতিবার দুপুর গড়াতে নামল ঝাঁপিয়ে বৃষ্টি। সঙ্গে বজ্র বিদ্যুৎ ও। বজ্রাঘাতে মৃত্যু হল তিনজনের, আহত হলেন দুই মহিলা সহ মোট চারজন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: সকাল থেকে ভাপসা গরমের পর দুপুর গড়াতে শুরু হয়েছে বৃষ্টি।বৃহস্পতিবার দুপুর গড়াতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়।বিকেলের বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর বৃষ্টির সময় বজ্রপাতে মৃত্যু হল তিন জনের।আহত হয়েছেন চার জন। কয়েক মাস ধরেই বৃষ্টিহীন ছিল পশ্চিম মেদিনীপুর। শেষ সপ্তাহে বৃষ্টি হলেও ফের বৃহস্পতিবার সকাল থেকে ভ্যাপসা গরম ছিল। দুপুর গড়াতে শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি।
মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
advertisement

এদিন চন্দ্রকোনা এলাকায় যাদবনগর গ্রামে তাপস পাতর(২৮) নামে এক যুবকের মৃত্যু হয় বজ্রপাতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মাঠে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি।হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।অন্যদিকে শালবনি এলাকার বাগমারিতেও বজ্রাঘাতে মৃত্যু হয় স্বপন ভূঁইয়া (৪৪) নামে এক ব্যক্তির। কাজে গিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় তার।

advertisement

আরও পড়ুনকালবৈশাখীর জের! বজ্রপাতে বর্ধমানে একই দিনে মৃত তিন ! ভয়াবহ

অন্যদিকে মেদিনীপুর শহর সংলগ্ন শিরোমনির সিমলডাঙ্গা এলাকাতে মাঠে হার্ভেস্টারে ধান কাটার কাজ দেখতে হাজির হয়েছিলেন গ্রামবাসীরা। বজ্রপাত হচ্ছে দেখে তাড়াতাড়ি মাঠ থেকে পালানোর চেষ্টা করেছিলেন সবাই । সেখানেই বজ্রপাতে ঘটনাস্থলে বৈদ্যনাথ সরেন (৫৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়। পাশাপাশি দুই কয়েকজন আহত হয়েছে বজ্রাঘাতে ।আহতদের ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

advertisement

View More

আরও পড়ুন:  মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাত! দৌড়ে গাছ তলায় আশ্রয়! শেষ রক্ষা হল না! হাবরায় মৃত দুই

অন্যদিকে কেশপুর থানার অঙ্গুয়া এলাকায় বাজ পড়ে গুরুতর আহত  হয় মামনি ঘোষ (১৮) নামে এক কিশোরীর। চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। অন্যদিকে চন্দ্রকোনা থানার নীলগঞ্জ গ্রামে বজ্রপাতে আহত হয়েছেন এক মহিলা । আহত অবস্থায় সম্বরি হেমব্রম(৪২) ভর্তি হাসপাতালে। আহতের বাড়ি চন্দ্রকোনার নীলগঞ্জ গ্রামে।

advertisement

তবে সারাদিন ভ্যাপসা গরমের পর বিকেলের স্বস্তি বৃষ্টি এবং বজ্রপাতে তিনজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News | Weather Updates: স্বস্তির বৃষ্টি কেড়ে নিল প্রাণ! মেদিনীপুরে বজ্রপাতে মৃত তিন! আহত চার! ভয়াবহ অবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল