Lightning | Habra: মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাত! দৌড়ে গাছ তলায় আশ্রয়! শেষ রক্ষা হল না! হাবরায় মৃত দুই

Last Updated:

Lightning | Habra: কাটা ধান গুছিয়ে রাখতে প্রতিবেশী ধিরাজকে নিয়ে পঞ্চায়েত সদস্যর ছেলে মিলন সালতিয়া মাঠে গিয়েছিল। কাজ করার সময়েই শুরু হয় তুমুল ঝড়,বৃষ্টি সঙ্গে বজ্রপাত।

বজ্রপাতে মৃত্যু দুজনের
বজ্রপাতে মৃত্যু দুজনের
হাবরা:  বৃহস্পতিবার বিকালে বজ্রাঘাতে মৃত্যু হল দুই যুবকের। হাবরার সালতিয়া এলাকার ঘটনা। মৃতদের নাম হল মিলন বিশ্বাস(২৭) ও ধিরাজ শর্মা (১৭)। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁদের বাড়ি বেড়গুম-২ পঞ্চায়েতের কৃষ্ণনগর পালপাড়ায়। মিলনের বাবা শংকর বিশ্বাস বেড়গুম-২ পঞ্চায়েতের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্যের জমিতেই ধান কাটা অবস্থায় সালতিয়ার মাঠেই পড়েছিল। কাটা ধান গুছিয়ে রাখতে প্রতিবেশী ধিরাজকে নিয়ে পঞ্চায়েত সদস্যর ছেলে মিলন সালতিয়া মাঠে গিয়েছিল। কাজ করার সময়েই শুরু হয় তুমুল ঝড়,বৃষ্টিসঙ্গে বজ্রপাত।প্রাকৃতিক দুর্যোগ থেকেই রেহাই পেতে দুজনে মাঠের ধারে একটি গাছের নিচে এসে আশ্রয় নেয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
advertisement
advertisement
আচমকাই ঝড়ো হাওয়া মুষলধারে বৃষ্টি বজ্রপাত আর বজ্রাঘাতে মৃত্যু হল দুইজনের। স্থানীয় সূত্রে খবর বজ্রপাতের পরই ২ যুবককে উদ্ধার করলে হয়তো বাঁচানো যেত কিন্তু বেশ কিছুক্ষণ সেখানে পড়ে থাকার পরই মৃত্যু হয়েছে বলে এমনটি জানান তারা। বিষয়টি জানাজানি হতেই পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দু'জনকে উদ্ধার করে নিয়ে আসেন হাসপাতালে। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় বাসিন্দা আশিস পাল বলেন, আমাদের পাড়ারই দুই ছেলে মাঠে গিয়েছিল। সেখানেই ঘটে গেল বিপত্তি। তরতাজা দুজনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা।
advertisement
জিয়াউল আলম
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Lightning | Habra: মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাত! দৌড়ে গাছ তলায় আশ্রয়! শেষ রক্ষা হল না! হাবরায় মৃত দুই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement