Lightning | Habra: মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাত! দৌড়ে গাছ তলায় আশ্রয়! শেষ রক্ষা হল না! হাবরায় মৃত দুই

Last Updated:

Lightning | Habra: কাটা ধান গুছিয়ে রাখতে প্রতিবেশী ধিরাজকে নিয়ে পঞ্চায়েত সদস্যর ছেলে মিলন সালতিয়া মাঠে গিয়েছিল। কাজ করার সময়েই শুরু হয় তুমুল ঝড়,বৃষ্টি সঙ্গে বজ্রপাত।

বজ্রপাতে মৃত্যু দুজনের
বজ্রপাতে মৃত্যু দুজনের
হাবরা:  বৃহস্পতিবার বিকালে বজ্রাঘাতে মৃত্যু হল দুই যুবকের। হাবরার সালতিয়া এলাকার ঘটনা। মৃতদের নাম হল মিলন বিশ্বাস(২৭) ও ধিরাজ শর্মা (১৭)। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁদের বাড়ি বেড়গুম-২ পঞ্চায়েতের কৃষ্ণনগর পালপাড়ায়। মিলনের বাবা শংকর বিশ্বাস বেড়গুম-২ পঞ্চায়েতের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্যের জমিতেই ধান কাটা অবস্থায় সালতিয়ার মাঠেই পড়েছিল। কাটা ধান গুছিয়ে রাখতে প্রতিবেশী ধিরাজকে নিয়ে পঞ্চায়েত সদস্যর ছেলে মিলন সালতিয়া মাঠে গিয়েছিল। কাজ করার সময়েই শুরু হয় তুমুল ঝড়,বৃষ্টিসঙ্গে বজ্রপাত।প্রাকৃতিক দুর্যোগ থেকেই রেহাই পেতে দুজনে মাঠের ধারে একটি গাছের নিচে এসে আশ্রয় নেয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
advertisement
advertisement
আচমকাই ঝড়ো হাওয়া মুষলধারে বৃষ্টি বজ্রপাত আর বজ্রাঘাতে মৃত্যু হল দুইজনের। স্থানীয় সূত্রে খবর বজ্রপাতের পরই ২ যুবককে উদ্ধার করলে হয়তো বাঁচানো যেত কিন্তু বেশ কিছুক্ষণ সেখানে পড়ে থাকার পরই মৃত্যু হয়েছে বলে এমনটি জানান তারা। বিষয়টি জানাজানি হতেই পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দু'জনকে উদ্ধার করে নিয়ে আসেন হাসপাতালে। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় বাসিন্দা আশিস পাল বলেন, আমাদের পাড়ারই দুই ছেলে মাঠে গিয়েছিল। সেখানেই ঘটে গেল বিপত্তি। তরতাজা দুজনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা।
advertisement
জিয়াউল আলম
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Lightning | Habra: মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাত! দৌড়ে গাছ তলায় আশ্রয়! শেষ রক্ষা হল না! হাবরায় মৃত দুই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement