২০১৬ সালের পর থেকে জঙ্গল মহলে জঙ্গলের পরিবেশ অনুকুল হয়েছে, পাশাপাশি দলমার জঙ্গলে হাতিদের থাকার অনুকূল পরিবেশ না হওয়ার কারনে হাতির দল সারা বছর ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় রয়ে যাচ্ছে। বন দফতরের লোক সংখ্যা কম থাকার কারণে বাগে আনা সম্ভব হয়ে উঠছিল না দলমার দাঁতাল হাতির দলকে। যার ফলে প্রতি নিয়ত মানুষের প্রাণনাশের সংখ্যা বেড়ে চলেছিল।
advertisement
আরও পড়ুন: ফের বাড়ছে ডেঙ্গি! আক্রান্ত অনেকেই! কালচিনিতে বিশেষ ব্যবস্থা!
সারা বছর হাতির দল থাকার কারণে বন দফতরের পক্ষেও নজরদারি করতে বা ড্রাইভ করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হত। তাই বনদফতরের পর্যবেক্ষণে উঠে আসে কুনকি হাতি দিয়ে সহজেই হাতির দল গুলিকে ঝাড়খন্ডে ফেরানো যাবে। তাই এই নতুন রণকৌশল বন দফতরের। এলাকার মানুষকে স্বস্তি দিতে মুশকিল আসান হিসাবে মীনাক্ষী ও শম্ভুই এখন ভরসা। দুটি লরিতে চেপে দুই মাহুত ও পাতাওয়ালাদের নিয়ে জলদাপাড়া থেকে ৩ দিনের সফর শেষ করে ঝাড়গ্রামে পৌঁছালো শম্ভু ও মীনাক্ষী।
Partha Mukherjee