Alipurduar News: ফের বাড়ছে ডেঙ্গি! আক্রান্ত অনেকেই! কালচিনিতে বিশেষ ব্যবস্থা!
- Published by:Piya Banerjee
Last Updated:
Alipurduar News: ফের কালচিনি ব্লকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু।কালচিনি ব্লকে ডিমা চা বাগানে ডেঙ্গুতে আক্রান্ত তিন জন।
#আলিপুরদুয়ার: ফের কালচিনি ব্লকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি।কালচিনি ব্লকে ডিমা চা বাগানে ডেঙ্গুতে আক্রান্ত তিন জন। বুধবার আক্রান্তদের খোঁজ নিতে পৌঁছলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন আধিকারিকরা এলকায় ঘুরে ঘুরে কোথাও জল জমে আছে কী না তা খতিয়ে দেখেন। যেখানে জল জমে থাকে সেই জায়গা দ্রুত পরিষ্কারের নির্দেশ দেন এবং গ্রামীন সম্পদ কর্মীদের মাধ্যমে সেখানে কীটনাশকও ছেটানো হয়। এছাড়াও এদিন আক্রান্তদের পাশাপাশি এলকাবাসীদেরও মশারি প্রদান করা হয়। কালচিনির বিডিও প্রশান্ত বর্মন বলেন, 'কালচিনি ব্লকে ডেঙ্গি থাবা না বসাতে পারে, তার জন্য সবরকম সতর্কতা অবলম্বন করছি আমরা। এদিনও আক্রান্তদের সাথে দেখা করতে এসেছি, বর্তমানে তারা সুস্থ রয়েছেন। এর পাশাপাশি ডেঙ্গি নিয়ে এলাকাবাসীকে সচেতনও করা হয়েছে।' পুজোর সময় কালচিনি ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শূন্য।
কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক এমন কথা জানিয়েছিলেন।খুশির হাসি দেখা গিয়েছিল স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের মুখে।কিন্তু ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গি।যার ফলে চিন্তায় ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সেপ্টেম্বরে বাড়াবাড়ি আকার ধারণ করেছিল কালচিনি ব্লকে।প্রায় কুড়ি জনের ওপরে ডেঙ্গি আক্রান্তের হদিস মিলেছিল কালচিনি ব্লকে।বিশেষ করে গাড়োপাড়া এলাকায় ডেঙ্গু আক্রান্তের হদিস মেলে বেশি।ডেঙ্গি মোকাবেলায় পুজো মণ্ডপগুলির সামনেও রাখা হয়েছিল পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা।এমনকি বিডিও বৈঠক করে সমস্ত গ্রামীণ সম্পদ কর্মীদের ছুটি বাতিল করেছিলেন।জায়গায় জায়গায় ডেঙ্গি মোকাবেলায় অভিযান চালিয়েছিলেন তারা। পুজোয় কালচিনি বিডিও-র উদ্যোগে এই সহায়তা শিবির বসেছিল।
advertisement
advertisement
পুজো প্যাণ্ডেলে প্রবেশের মুখে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়েছে।এরপর কেউ যদি ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসেন তাকে শিবিরেই ডেঙ্গি পরীক্ষা করা হয়েছে।সেখান থেকেই জানিয়ে দেওয়া হবে ডেঙ্গু হলে কি কি করণীয় সেবিষয়ে। এই প্রথম সরকারি তরফে এই উদ্যোগ নেওয়া হয়।ব্লকবাসীদের সুরক্ষার কথা ভেবে এই উদ্যোগ নেন বিডিও।ডেঙ্গি পরীক্ষা যথেষ্ট ব্যয়বহুল তাই সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে।ব্লক ডেঙ্গিমুক্ত রাখা প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছিলেন বিডিও।কালচিনি ব্লকের ডিমা চা বাগান এলাকায় বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা।ব্লক প্রশাসনের কড়া নজর রয়েছে এই এলাকায় । কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ পরিদর্শনে করেন এই এলাকায়।তিনি এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।তাদের পরিস্কার থাকার পরামর্শ দেন।নিকাশি নালা পরিস্কার রাখার নির্দেশ দিয়েছেন গ্রাম পঞ্চায়েতকে।
advertisement
Annanya Dey
Location :
First Published :
October 12, 2022 8:17 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফের বাড়ছে ডেঙ্গি! আক্রান্ত অনেকেই! কালচিনিতে বিশেষ ব্যবস্থা!