জামনার বাসিন্দা সুব্রত মণ্ডল, ওরফে শুভ। সুব্রত শুধু গিটারিস্ট তা নয়, সুব্রত ভাল গান গায়, গান লিখে সুরও দেয় তাতে। বিভিন্ন ব্যান্ডে নানান গান লিখে পরিবেশন করেছে সে। শুধু যে গিটারের সুর তুলে তা নয়, সুব্রত বাজাতে জানে হারমোনিয়াম, কি-বোর্ড সহ একাধিক বাদ্যযন্ত্র। গানের জগতে সুব্রত থেকে শুভ বলেই চেনে সকলে।ছোট থেকেই গানের প্রতি ভালবাসা সুব্রতর। ছোট বয়সে মায়ের কাছে তালিম নেয় গানের। এরপর নানান শিক্ষকদের কাছ থেকে শিখেছেন গানের স্বরলিপি। সুব্রত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে করেছেন গানে স্নাতকোত্তর।
advertisement
আরও পড়ুন: বাথরুমের ভিতরে কে? কী করছে এসব! এলাকার লোক জমা হতেই ফাঁস হল রহস্য
বর্তমানে সে গান ও গিটার শেখায় এলাকার ছাত্রছাত্রীদের। ধীরে ধীরে সংসারের বোঝা চাপছে সুব্রতর মাথায়। সংসার টানতে বাধ্য হয়ে গান, গিটার শেখানোর পাশাপাশি শুরু করেছে গিটার তৈরির কাজ। শুধু মা নয়, বাবাও যুক্ত গান বাজনার সঙ্গে। সুব্রতর বাবার ছোট্ট চালের ব্যবসা আছে। তার থেকে যা রোজগার হত সেই অর্থে সংসার চালিয়ে ছেলেকে মানুষের মত মানুষ করে তুলেছেন তিনি। তবে বর্তমানে ছেলেকে উন্নতির শিখরে এগিয়ে দিতে চান তার বাবা-মা।
আরও পড়ুন: ফুটবলের সাইজে কদমা! থালার সাইজে বাতাসা! খাওয়া তো পরের কথা চোখে দেখেছেন?
অবসরের সুব্রত গান লিখে নিজেই সুর দেয়। সেই গান রেকর্ড করে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করে সে। বাবা মায়ের ইচ্ছে ছিল বড় সঙ্গীত শিল্পী তৈরি হোক তাদের ছেলে। তবে সংসার সামলাতে গ্রামের ঘরেই শুরু করেছেন ব্যবসা। সঙ্গে গান বাজনার চর্চাও। তবে ভাঙা ঘরে থেকে আদৌ কি আনন্দের সুর সপ্তমে উঠবে সেটাই বড়প্রশ্ন শুভর কাছে।
রঞ্জন চন্দ