পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েতের সচিব স্বপন পণ্ডিত জিতেছেন ১ কোটি টাকা। কিন্তু এত টাকা নিয়ে কী করবেন, তা-ই ভেবে উঠতে পারছেন না। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মহারাজপুরে বাড়ি স্বপন বাবুর। দীর্ঘদিন ধরে কেশপুর ব্লকের মুগবসান গ্রাম পঞ্চায়েতের সচিব পদে কর্মরত তিনি।
আরও পড়ুন: সমাধি বাবা! হেঁটে পার হতেন বিশাল নদী! অলৌকিক ক্ষমতা অবাক করবে!
advertisement
আরও পড়ুন:
প্রায়শই লটারির টিকিট কাটতেন বলে জানাচ্ছেন স্বপন বাবু। অবশেষে মিলল কোটি টাকা। তাও ষাট টাকার টিকিটে। স্বপন বাবু বলেন, গত ৩-৪ বছর ধরে লটারির টিকিট কাটতেন। এর আগে বড় পুরস্কার হিসেবে ৪৫০০০ টাকা পেয়েছেন। শনিবার ভাগ্যে জুটে কোটি টাকা। টাকা জেতার খবর পেয়ে টিকিটের নম্বর মেলান স্বপন বাবু। তবে শনিবারে শনির দশা কেটে কোটি টাকা জয়ে আনন্দিত স্বপন বাবু থেকে তার পরিবারের লোকজন।
Ranjan Chanda