সব দিক খতিয়ে দেখে এবং ব্রীজের অবস্থার ওপর বিবেচনা করে ভারি যানবাহন চলাচল ব্রীজে বন্ধ রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আবেদন জানান জেলাশাসকের কাছে। সেইমত জেলাশাসক বিজ্ঞপ্তি জারি করেন, ৮ টনের বেশি ভারি যানবাহন বীরেন্দ্র সাসমল সেতুতে যাতায়াত বন্ধ রাখার। এরপরই গত কয়েকদিন আগে রাজ্য পূর্ত বিভাগের একটি প্রতিনিধিদল পুনরায় কংসাবতী নদীর উপর ব্রীজ পরিদর্শনে আসেন এবং অতি দ্রুততার সঙ্গে বীরেন্দ্র শাসমল সেতু মেরামতের উদ্যোগ গ্রহনের কথা জানান।
advertisement
আরও পড়ুনঃ ৭২ ঘন্টা পরেও হদিশ মিলল না হারিয়ে যাওয়া শিশুর!
এবিষয়ে মেদিনীপুর জেলার পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রলয় চক্রবর্ত্তী জানান, আগামী ৬ মাসের মধ্যেই এই ব্রীজ মেরামতের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে। সম্পূর্ন ব্রীজটি মেরামতের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই ব্রীজ মেরামতের পরিকল্পনার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কোম্পানির ইঞ্জিনিয়ারগন। প্রসঙ্গত মেদিনীপুর-খড়্গপুর সংযোগকারী এই সেতুর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহনের যাতায়াত। প্রায় ৫০ বছর আগে তৈরি এই ব্রীজের টুকটাক মেরামত ছাড়া আর কিছুই হয়নি। তবে এবার এই ব্রীজের আমুল মেরামত হবে বলেই মনে করছেন দুই শহরের মানুষ।
Partha Mukherjee