TRENDING:

Paschim Medinipur News: আগামী ৬ মাসের মধ্যেই সম্পন্ন হবে বীরেন্দ্র সেতু মেরামতের কাজ

Last Updated:

আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে মেদিনীপুর-খড়্গপুর সংযোগকারী কংসাবতী নদীর উপর অতি গুরুত্বপূর্ণ ব্রীজ বীরেন্দ্র সেতু। সেতু মেরামতের জন্য পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন পূর্ত দফতরের মেদিনীপুরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রলয় চক্রবর্ত্তী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে মেদিনীপুর-খড়্গপুর সংযোগকারী কংসাবতী নদীর উপর অতি গুরুত্বপূর্ণ ব্রীজ বীরেন্দ্র সেতু। সেতু মেরামতের জন্য পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন পূর্ত দফতরের মেদিনীপুরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রলয় চক্রবর্ত্তী। প্রায় মাস পাঁচেক আগে বিভিন্ন জায়গা থেকে কংসাবতী ব্রীজের দুর্বলতার খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য পূর্ত বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের একটি প্রতিনিধি দল কংসাবতী নদীর উপর বীরেন্দ্র সেতু পরিদর্শনে আসেন।
advertisement

সব দিক খতিয়ে দেখে এবং ব্রীজের অবস্থার ওপর বিবেচনা করে ভারি যানবাহন চলাচল ব্রীজে বন্ধ রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আবেদন জানান জেলাশাসকের কাছে। সেইমত জেলাশাসক বিজ্ঞপ্তি জারি করেন, ৮ টনের বেশি ভারি যানবাহন বীরেন্দ্র সাসমল সেতুতে যাতায়াত বন্ধ রাখার। এরপরই গত কয়েকদিন আগে রাজ্য পূর্ত বিভাগের একটি প্রতিনিধিদল পুনরায় কংসাবতী নদীর উপর ব্রীজ পরিদর্শনে আসেন এবং অতি দ্রুততার সঙ্গে বীরেন্দ্র শাসমল সেতু মেরামতের উদ্যোগ গ্রহনের কথা জানান।

advertisement

আরও পড়ুনঃ ৭২ ঘন্টা পরেও হদিশ মিলল না হারিয়ে যাওয়া শিশুর!

এবিষয়ে মেদিনীপুর জেলার পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রলয় চক্রবর্ত্তী জানান, আগামী ৬ মাসের মধ্যেই এই ব্রীজ মেরামতের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে। সম্পূর্ন ব্রীজটি মেরামতের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই ব্রীজ মেরামতের পরিকল্পনার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কোম্পানির ইঞ্জিনিয়ারগন। প্রসঙ্গত মেদিনীপুর-খড়্গপুর সংযোগকারী এই সেতুর উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহনের যাতায়াত। প্রায় ৫০ বছর আগে তৈরি এই ব্রীজের টুকটাক মেরামত ছাড়া আর কিছুই হয়নি। তবে এবার এই ব্রীজের আমুল মেরামত হবে বলেই মনে করছেন দুই শহরের মানুষ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: আগামী ৬ মাসের মধ্যেই সম্পন্ন হবে বীরেন্দ্র সেতু মেরামতের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল