অনেক সামাজিক কর্মসূচির মধ্যে এই গণ বিবাহ অন্যতম। বারোজন যুবতীকে বিয়ের সাজ-পোশাক, আসবাবপত্র থেকে গহনা সমস্তটাই দেওয়া হয়েছে। এদিন রাতে সমস্ত রীতি মেনে বিয়ের অনুষ্ঠান হয়েছে। যুবতীদের সম্প্রদান করেন বেলদা ২ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুলেখা দে। পাশাপাশি ছিল খাওয়া-দাওয়াও ব্যবস্থা। বিয়ে দেখতে আসা সবাইকে খাওয়ানো হয়েছে।
আরও পড়ুন- ভাঙা ঘরে চাঁদের আলো, মার্শাল আর্টে সোনা জয় গাড়ি চালকের মেয়ের
advertisement
আরও পড়ুন- ছেলেবেলা কেটেছে অভাবে, নিজের সবটা দিয়ে পড়ুয়াদের পাশে সুজিত, জেনে নিন তাঁর গল্প
কেন এই উদ্যোগ ? ক্লাবটি জানাচ্ছে, অনেক পরিবার আছে যারা আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে। ফলে বাবা-মা মেয়ের বিয়ের খরচ জোগান দিতে পারেন না ফলে সন্তানের বিয়ে নিয়ে সমস্যায় পড়তে হয়। সারাবছর ধরে এমন পরিবারগুলোর খোঁজ চালিয়ে তাদের সাহায্যার্থে ক্লাবটি এই উদ্যগ নেয়। যদিও পাত্র নির্বাচন যুবতীদের পরিবারকেই করতে হয়। শুধু বিয়ে নয়, যুবতীরা যাতে স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যেই সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়াও আসবাবপত্র, গহনা ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে নব দম্পতিদের। ক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী ও দুলাল দে বলেন," সামাজিক কাজে যুক্ত থাকতেই প্রতিবছর এই উদ্যোগ নেওয়া হয়।"
Ranjan Chanda