TRENDING:

West Midnapore News: সরস্বতী পুজোর মণ্ডপে গণবিবাহের আয়োজন

Last Updated:

আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারগুলির পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল বেলদার একটি ক্লাব। সরস্বতী পুজো  উপলক্ষ্যে রবিবার বারো জন যুবতীর বিয়ের দেওয়া হল পূজা মণ্ডপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারগুলির পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল বেলদার একটি ক্লাব। সরস্বতী পুজো  উপলক্ষ্যে রবিবার বারো জন যুবতীর বিয়ের দেওয়া হল পূজা মণ্ডপে। বেশির ভাগটাই দাঁতন, কেশিয়াড়ি, নারায়ণগড়ের বাসিন্দা। শুধু বিয়ে নয়, তাদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করার উদ্দ্যেশে দেওয়া হল সেলাই মেশিন। গত এগারো বছর ধরে এই উদ্যোগ নিচ্ছে ক্লাবটি।
advertisement

অনেক সামাজিক কর্মসূচির মধ্যে এই গণ বিবাহ অন্যতম। বারোজন যুবতীকে বিয়ের সাজ-পোশাক, আসবাবপত্র থেকে গহনা সমস্তটাই দেওয়া হয়েছে। এদিন রাতে সমস্ত রীতি মেনে বিয়ের অনুষ্ঠান হয়েছে। যুবতীদের  সম্প্রদান করেন বেলদা ২ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুলেখা দে। পাশাপাশি ছিল খাওয়া-দাওয়াও ব্যবস্থা। বিয়ে দেখতে আসা সবাইকে খাওয়ানো হয়েছে।

আরও পড়ুন- ভাঙা ঘরে চাঁদের আলো, মার্শাল আর্টে সোনা জয় গাড়ি চালকের মেয়ের

advertisement

আরও পড়ুন- ছেলেবেলা কেটেছে অভাবে, নিজের সবটা দিয়ে পড়ুয়াদের পাশে সুজিত, জেনে নিন তাঁর গল্প

View More

কেন এই উদ্যোগ ? ক্লাবটি জানাচ্ছে, অনেক পরিবার আছে যারা আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে। ফলে  বাবা-মা মেয়ের বিয়ের খরচ জোগান দিতে পারেন না ফলে সন্তানের বিয়ে নিয়ে সমস্যায় পড়তে হয়। সারাবছর ধরে এমন পরিবারগুলোর খোঁজ চালিয়ে তাদের সাহায্যার্থে ক্লাবটি এই উদ্যগ নেয়। যদিও পাত্র নির্বাচন যুবতীদের পরিবারকেই করতে হয়। শুধু বিয়ে নয়, যুবতীরা যাতে স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যেই সেলাই মেশিন দেওয়া  হয়। এছাড়াও আসবাবপত্র, গহনা ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে নব দম্পতিদের।  ক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী ও দুলাল দে বলেন," সামাজিক কাজে যুক্ত থাকতেই প্রতিবছর এই উদ্যোগ নেওয়া হয়।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: সরস্বতী পুজোর মণ্ডপে গণবিবাহের আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল