হোম /খবর /পশ্চিম মেদিনীপুর /
ছেলেবেলা কেটেছে অভাবে, নিজের সবটা দিয়ে পড়ুয়াদের পাশে সুজিত, জেনে নিন তাঁর গল্প

West Midnapore News: ছেলেবেলা কেটেছে অভাবে, নিজের সবটা দিয়ে পড়ুয়াদের পাশে সুজিত, জেনে নিন তাঁর গল্প

X
পাঠ্যপুস্তক [object Object]

West Midnapore News: সরস্বতী পুজোর অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিলেন বেলদার বাসিন্দা সুজিত। পেশায় তিনি ঠিকাদার।

  • Share this:

    বেলদা: ছোট থেকেই তিনি খুব একটা বাঁধাধরা নিয়ম মানেননি। গতে বাঁধা জীবনের বাইরে গিয়ে পৃথিবীকে দেখেন তিনি। গ্রামের বাড়ি থেকে জীবনটা শুরু হলেও চোখের সামনে থেকে বিভিন্ন মানুষের জ্বালাযন্ত্রণা, কষ্ট দেখেছেন। সাধ্য মতো সাহায্য করেছেন অনেককে। তিনি সুজিত চক্রবর্তী।সরস্বতী পুজোর অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিলেন বেলদার বাসিন্দা সুজিত। পেশায় তিনি ঠিকাদার। এ বছর মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পনের বছর পূর্ণ হল সুজিতবাবুর। প্রতি বছর আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মেধাবী স্কুল পড়ুয়াদের হাতে পাঠ্যবই ও শিক্ষা সামগ্রী তুলে দেন এই ব্যক্তি।  বেলদা ক্লাবের সরস্বতী পুজো উপলক্ষে থাকে একগুচ্ছ কর্মসূচি। ক্লাবের মঞ্চেই ছিল বই প্রদানের অনুষ্ঠান।

    আরও পড়ুন :  ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম

    আরও পড়ুন :   আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটিদুই মেদিনীপুরের তিরিশের বেশি বিদ্যালয়ের তিনশোর বেশি পড়ুয়ার হাতে বই তুলে দেওয়া হয়েছে। সুজিত সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি জানান, এই উদ্যোগে সামিল হন তাঁর স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়েও। বাবা পুলিনবিহারী চক্রবর্তীর স্মৃতিতে ২০০৯ সাল থেকে এই উদ্যোগ নিয়েছেন সুজিত।

    শুধু পাঠ্য বই নয়, যখনই কোনও মানুষ যে কোনও সমস্যায় পড়েন, তখনই  ছুটে যান সুজিত। তাঁর বক্তব্য, "পড়ুয়াদের পড়াশোনাতে সহযোগিতার জন্য আমার এই কর্মসূচি। নিজের ছেলেবেলায় অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে। অভাবটা বুঝি।"শুধু শিক্ষার সামগ্রী প্রদান নয়, সারা বছর ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় অভাবী মানুষের পাশে দাঁড়িয়েছেন সুজিত বাবু।

    রঞ্জন চন্দ

    First published:

    Tags: Education, Saraswati Puja, West Midnapore