হোম /খবর /দেশ /
৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে নিহত নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম

Naba Kisore Das: ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম

নবকিশোর দাস

নবকিশোর দাস

Naba Kisore Das: রাজ্যের মন্ত্রিসভায় তিনিই সবথেকে বেশি ধনী ছিলেন বলে মনে করা হয়৷ বিলাসবহুল গাড়ি নিয়ে শৌখিন নবকিশোর ছিলেন ৪০ টি বহুমূল্য গাড়ির মালিক৷

  • Share this:

ভুবনেশ্বর : পুলিশকর্মীর গুলিতে নিহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস ছিলেন তিন বারের বিধায়ক এবং বলিষ্ঠ নেতা৷ রাজ্যের মন্ত্রিসভায় তিনিই সবথেকে বেশি ধনী ছিলেন বলে মনে করা হয়৷ বিলাসবহুল গাড়ি নিয়ে শৌখিন নবকিশোর ছিলেন ৪০ টি বহুমূল্য গাড়ির মালিক৷ তাঁর অকালপ্রয়াণে শোকপ্রকাশ করে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেন বিজেডি নেতা নবকিশোর ছিলেন সরকার তথা তাঁর দলের সম্পদ৷

রবিবার সকালে ঝাড়সুগুদায় ব্রজরাজনগরে একটি অনুষ্ঠানে এক পুলিশকর্মীর তাঁর সার্ভিস রিভলবার থেকে ছোড়া গুলিতে তিনি আহত হন৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে৷ তার পর তাঁকে নিয়ে যাওয়া হয় ঝাড়সুগুদা বিমানবন্দরে৷ সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরের এক হাসপাতালে৷ চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে সেখানেই প্রয়াত হন তিনি৷ গোপাল দাস নামে অভিযুক্ত ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরকে পরে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷

আরও পড়ুন :  ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’ বললেন ফাইনালের সেরা বাংলার তিতাস সাধু

আগে কংগ্রেসের সঙ্গে যুক্ত নবকিশোর ২০১৯ বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেডি-তে যোগ দেন৷ পর পর তিন বার তিনি বিধায়ক নির্বাচিত হন৷ পরবর্তীতে দায়িত্ব পান স্বাস্থ্য ও সমাজকল্যাণ দফতরের৷ ২০২০ এবং ২০২১ সালে কোভিড অতিমারির সময় তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়৷ রাজ্য রাজনীতিতে সক্রিয় নবকিশোর ছিলেন প্রভাবশালী নেতা৷ ২০০৪ সালে জীবনের প্রথম নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় তিনি কংগ্রেসের টিকিটে ঝাড়সুগুদা থেকে পরাজিত হন৷ ২০০৯-এ কংগ্রেসের টিকিটেই জয়ী হন৷ ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে আবার জয়ী হয়ে দ্বিতীয় বারের জন্য বিধায়ক নির্বাচিত হন৷ ২০১৯-এ কংগ্রেস ছেড়ে বিজেডি-তে গিয়েও অব্যাহত ছিল তাঁর জয়ের ধারা৷

আরও পড়ুন :  ‘মহিলা ক্রিকেটে ট্রফি জয়ের খরা কেটে গিয়েছে, এবার সিনিয়র দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে হবে’: রিচা ঘোষ

১৯৬২ সালের ৭ জানুয়ারি জন্মগ্রহণ করা নবকিশোর ১৯৭৮ সালে সম্বলপুর ভোজপুর হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন সম্পূর্ণ করেন৷ ১৯৮৯ সালে ইংরাজি সাহিত্য এবং ১৯৯৪ সালে আইনশাস্ত্রে স্নাতক হন৷ গত শতকে আটের দশকের শুরুতে গঙ্গাধর মেহর কলেজে পড়ার সময়েই জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে৷ শিল্পপতি নবকিশোরের হোটেল ও পরিবহণ ব্যবসা ছিল৷ সম্প্রতি মহারাষ্ট্রের শিঙ্গাণাপুরের শনিমন্দিরে প্রার্থনার সময় প্রায় ১ কোটি টাকা মূল্যের স্বর্ণকলস দান করে তিনি চর্চিত হন৷

তাঁর প্রয়াণে দলের তথা রাজ্য রাজনীতির অপূরণীয় ক্ষতি হল বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Naba kisore das, Odisha