ঈরণ রায় বর্মন, কলকাতা: ‘‘ক্রিকেট কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। এবার সিনিয়রদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে হবে। মহিলা ক্রিকেট দলের ট্রফির খরাটা আশা করি কেটে গেল ৷ এবার থেকে আমরা আরও অনেক ট্রফি জিতব, চ্যাম্পিয়ন হব।’’ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জানিয়ে দিলেন দলের অন্যতম তারকা বাংলার রিচা ঘোষ। সিনিয়র দলে নিয়মিত সদস্য রিচা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি দলে অন্যতম ভরসা ছিলেন। ফাইনালে ব্যাট হাতে নামতে না হলেও শিলিগুড়ির এই উইকেটকিপার ব্যাটার একটি ক্যাচ নেন। গোটা টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে দলকে ভরসা জুগিয়েছেন।
রিচার সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী বলেন, ‘‘উইকেটের পিছন থেকে দলকে যেভাবে পরিচালনা করছিল রিচা সেটা সত্যিই প্রশংসাযোগ্য। দেখে খুব ভাল লাগছিল ওর পরিণত বোধ। সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা প্রতিমুহূর্তে টুর্নামেন্টে কাজে লাগিয়েছে রিচা। ও ভারতীয় দলের অন্যতম সম্পদ। রিচা-সহ ভারতীয় দলকে এইভাবে চ্যাম্পিয়ন হতে দেখতে পেরে একটা আলাদা অনুভূতি হচ্ছে।’’
আরও পড়ুন- ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’ বললেন ফাইনালের সেরা বাংলার তিতাস সাধু
রিচার ক্রিকেটে আসা এবং যাবতীয় লড়াইয়ের পিছনে রয়েছেন তাঁর বাবা মানবেন্দ্র ঘোষ। মেয়ে যখন দক্ষিণ আফ্রিকার মাটিতে ট্রফি হাতে সেলিব্রেশন করছেন। মানবেন্দ্র বাবু তখন শিয়ালদহ স্টেশনের কাছে একটি হোটেলে টিভিতে খেলা দেখছেন। শিলিগুড়িতে বাড়ি হলেও সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটে আম্পায়ারিং করেন মানবেন্দ্র ঘোষ। সেই কারণেই রবিবার সকালে কলকাতা এসেছেন তিনি।
নিউজ18 বাংলার প্রতিনিধি হোটেলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নেমে এলেন মানবেন্দ্রবাবু। মেয়ের বিশ্বকাপ জয়ের পর আপ্লুত মানবেন্দ্র ঘোষ। মেয়ে রিচার জন্য একটা সারপ্রাইজ গিফট ঠিক করে ফেলেছেন। রিচাকে একটি গাড়ি উপহার দিচ্ছেন তাঁর বাবা। তবে আরেকটা দাবিও রয়েছে মানবেন্দ্র ঘোষের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এবার সিনিয়র দের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে হবে। মানবেন্দ্র ঘোষ বলেন, ‘‘রিচার জন্য উপহার ঠিক করেছি। একটা গাড়ি বুক করেছি।’’ বিশ্বকাপ ফাইনালের পর মেয়ের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাওয়া হলে মানবেন্দ্র ঘোষ বলেন, ‘‘রিচা ভিডিও কল করেছিল। তবে ও নিজের কথা বলার থেকে বেশি দলের কোচ এবং বাকি সদস্যদের সঙ্গে পরিচয় করাল। শুভেচ্ছা জানিয়েছি।’’
কলকাতায় থাকলেও শিলিগুড়িতে মেয়ের সাফল্যে মিষ্টি বিতরণ করিয়েছেন মানবেন্দ্রবাবু। শিয়ালদহ হোটেলের সমস্ত স্টাফদের মিষ্টি মুখ করিয়েছেন। মানবেন্দ্র ঘোষ মেয়ের ক্রিকেটে আসার এবং পরিশ্রমের গল্প করতে করতে যোগ করলেন, ‘‘খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে একটা ঘটনা ঘটেছিল। রিচা আমার বড় মেয়েকে ফোন করে জানতে চেয়েছিল একটা ছবি আপলোড করবে কিনা সোশ্যাল মিডিয়ায়। আমার বড় মেয়ে তখন বলে চ্যাম্পিয়ন হয়ে ছবি আপলোড করিস। তখন রিচা জানিয়েছিল, আমরা চ্যাম্পিয়ন হবই। ট্রফি জেতার জন্য সব কিছু করব। আমাদের আটকাতে পারবেনা।’’ কথাটা বলতে বলতেই হেসে ফেললেন মানবেন্দ্র ঘোষ। বললেন, "মেয়ের আত্মবিশ্বাস দেখে খুব ভালো লেগেছে। আগামী দিনে আশা করি দেশকে আরও সাফল্য এনে দেবে রিচা।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।