বার বার এবিষয়ে সংশ্লিষ্ট দফতরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। কোনও বাসিন্দা অসুস্থ হলে এখানে এম্বুলেন্স বা গাড়ি ঢোকানো যায়না। তাই এদিন অবরোধকারীরা দাবি করেন, যতক্ষণ না উচ্চপদস্থ কর্মকর্তারা এসে লিখিত আকারে রাস্তা মেরামত / তৈরীর প্রতিশ্রুতি দিচ্ছেন, ততদিন তাদের আন্দোলন চলবে।
আরও পড়ুনঃ চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে বিদ্যুৎ পোষ্টে খোলা বোর্ড, ঘটতে পারে বিপদ
advertisement
ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের অবরোধ তুলে দেয় লালগড় থানার পুলিশ। অবরোধকারী গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, মাঝে মধ্যে একটু আধটু রাস্তা মেরামতের কাজ হলেও কিছু দিনের মধ্যেই তা আবারও ভেঙেচুরে যায়।
আরও পড়ুনঃ দীর্ঘ ১০ বছর হয়নি এই রাস্তার কাজ! সমস্যায় গ্রামবাসীরা
একাধিক বার বিভিন্ন দফতরে অভিযোগ জানানো হয়েছে, প্রতিবারেই শুধু রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু রাস্তা মেরামত করা হয়নি। এদিনের অবরোধের ফলে সাধারণ মানুষকে বেশকিছুক্ষন সমস্যায় পড়তে হয়েছে।
Partha Mukherjee