প্রসঙ্গত ভোটকে কেন্দ্র করে একাধিক জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনার সামনে এসেছে। ভোট দিতে গিয়ে যাতে কোনও মানুষের প্রাণহানি বা অঙ্গহানি না হয়, সে বিষয়ে মানুষকে শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের আহ্বান জানান তার এই লিফলেটের মধ্য দিয়ে।
আরও পড়ুন: খড়গপুরের গর্ব অর্চিষ্মান, বিশেষ অঙ্ক মেধা পরিক্ষায় মিলল সাফল্য
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারী এলাকার বাসিন্দা মুদি ব্যবসায়ী প্রশান্ত চন্দ। তিনি বেশ কয়েকদিন ধরেই লিখেছেন নানা সচেতনতামূলক দু লাইনের কবিতা। নিজের লেখা এই কবিতা ছাপিয়ে বিভিন্ন বুথের সামনে সাঁটিয়ে দিলেন তিনি। প্রশান্ত বাবু দাবি, এই লিফলেটের মধ্য দিয়ে যদি সামান্য কয়েকজন মানুষ ও সচেতন হয়, তবে রাজ্যে হিংসা ও প্রাণহানির ঘটনা কমবে। তার আরও দাবি, মানুষের গণতান্ত্রিক ভোট নিজেরা যাতে শান্তিপূর্ণভাবে দিতে পারে।
advertisement
আরও পড়ুন: আগুন লেগে আবারও বিরাট অঘটন! বাতিল একাধিক ট্রেন,ভোগান্তি যাত্রীদের
এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বুথের সামনে তার এই সচেতনতা মূলক লিফলেট সাঁটিয়ে দেন। মুদি ব্যবসায়ী ব্যক্তিগত এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেছেন সকলে।
Ranjan Chanda