West Midnapore News: আগুন লেগে আবারও বিরাট অঘটন! বাতিল একাধিক ট্রেন,ভোগান্তি যাত্রীদের
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
West Midnapore News: মঙ্গলবার ফের দুর্ঘটনা। আগুনে পুড়ল অটোমেটিক সিগনাল সিস্টেমের কেবল। বুধবার বাতিল একাধিক ট্রেন।
খড়গপুর: দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না রেলের। বালেশ্বর এর বাহানাগা তে ট্রেন দুর্ঘটনার পর নিত্যদিন লেগেই রয়েছে নানা দুর্ঘটনা। কখনও সিগন্যালিং এর ত্রুটি, আবার কখনও লাইনচ্যুত হওয়ার ঘটনা যেন নিত্যদিন ভাবাচ্ছে রেল কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই খড়গপুর ডিভিশনে বিভিন্ন জায়গায় ত্রুটি মেরামতির কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। তবে এর মাঝেও ফের অঘটন।
খড়গপুর ডিভিশনের হাওড়া খড়গপুর আরবান সেকশনে বালিচক স্টেশনের কাছে সিগন্যালিং এর তার পুড়ে যাওয়ায় ট্রেন চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। অকেজো অটোমেটিক সিগন্যালিং সিস্টেম। ম্যানুয়াল সিস্টেমের মধ্য দিয়ে ট্রেন চালাতে হচ্ছে কর্তৃপক্ষকে। স্বাভাবিকভাবে খুব ধীর গতিতে এবং দেরিতে চলছে ট্রেন।মঙ্গলবার দুপুর নাগাদ আগুন লেগে যায় একটি রেলের গুমটিতে। তারপরেই অকেজো হয়ে যায় রেলের অটোমেটিক সিগন্যালিং সিস্টেম।মঙ্গলবার দুপুরের পর আপ ও ডাউন লাইনে ম্যানুয়াল সিগনালিং সিস্টেমের মধ্য দিয়ে ট্রেন চালানো হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের প্রচারে বামেরা এবার এমন কাণ্ড ঘটাল, দেখলে ভিরমি খাবেন! মুহূর্তে ভাইরাল
তবে সপ্তাহের মাঝে, বুধবার একাধিক আপ ও ডাউন লাইনে লোকাল ট্রেন ও মেল-এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। সকালে প্রায় দেড় ঘন্টা বিলম্বে চলেছে আপ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস।জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর ডিভিশনে বালিচক লেভেল ক্রসিং সংলগ্ন গুমটিতে হঠাৎ আগুন লেগে পুড়ে যায় ইলেকট্রনিক অটোমেটিক সিগন্যালিং এর কেবল। এরপরে দুপুরের পর থেকে আপ ও ডাউন লাইনে বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে পড়ে। ম্যানুয়ালি ট্রেন পরিষেবা চালানো হলেও বুধবার একাধিক ট্রেন বাতিল করা হয়। স্বাভাবিকভাবে অফিস যাত্রী এবং নিত্য যাত্রী কিংবা ট্রেন যাত্রীরা সমস্যার সম্মুখীন হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মেলেনি পরিষেবা। মঙ্গলবার দুর্ঘটনার পর থেকে রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন এবং দ্রুত মেরামতির কাজ চালাচ্ছেন।তবে এর জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।
advertisement
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jul 05, 2023 4:20 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: আগুন লেগে আবারও বিরাট অঘটন! বাতিল একাধিক ট্রেন,ভোগান্তি যাত্রীদের









