Archishman Nandy: খড়গপুরের গর্ব অর্চিষ্মান, বিশেষ অঙ্ক মেধা পরিক্ষায় মিলল সাফল্য

Last Updated:

ICSE এর সর্বভারতীয় মেধা তালিকায় ৯৯% নম্বর পেয়ে জেলার মুখ উজ্জ্বল করেছিল রেল শহর খড়্গপুরের অর্চিষ্মান নন্দী।

Kharagpur: ICSE এর সর্বভারতীয় মেধা তালিকায় ৯৯% নম্বর পেয়ে জেলার মুখ উজ্জ্বল করেছিল রেল শহর খড়্গপুরের অর্চিষ্মান নন্দী। তবে অর্চিষ্মানের সাফল্যের মুকুটে নয়া পালক। সম্প্রতি কলকাতার সেন্টার ফর পেডাগজিক্যাল স্টাডিস ইন ম্যাথমেটিক্স এর উদ্যোগে আয়োজিত দশম শ্রেণীর অ্যাচিভমেন্ট কাম-ডায়গনস্টিক টেস্ট ইন ম্যাথমেটিক্স নামক রাজ্যভিত্তিক অংকের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে রেল শহর খড়্গপুরের অর্চিষ্মান।
পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়্গপুরের চাঙ্গুয়াল এর বাসিন্দা অর্চিষ্মান নন্দী। চলতি শিক্ষাবর্ষে ICSE বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় ৯৯% নম্বর পেয়েছিল সে। বর্তমানে খড়্গপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে একাদশ শ্রেণির ছাত্র।
advertisement
সম্প্রতি কলকাতায় CPSM এর দু’দিনব্যাপী ৩৪ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে অর্চিষ্মান এর হাতে পুরস্কার তুলে দেন কর্তৃপক্ষ। অর্চিষ্মানের বাবা মিঠুন নন্দি একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার উচ্চ পদে কর্মরত। মা অনিন্দিতা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স বিভাগের টেকনিক্যাল পদে কর্মরত।
advertisement
পরিবার সূত্রে খবর তৃতীয় শ্রেণি থেকে অর্চিষ্মান এই পরীক্ষা দিয়ে আসছে। প্রতি বছর সর্বোচ্চ গ্রেড পেয়েছে। তারই ধারাবাহিক সাফল্যের কারণে CPSM কর্তৃপক্ষ ২০২৩ সালে ভগবান চন্দ্র দে মেমোরিয়াল প্রাইজ ও প্রদান করে। অর্চিষ্মান জানিয়েছেন তারই সাফল্যে খুশি তার পরিবার পরিজন শিক্ষক শিক্ষিকা বৃন্দ। ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে খড়্গপুরের নাম উজ্জ্বল করতে চায় সে। তার এই বিশেষ সাফল্যে গর্বিত খড়গপুরবাসী
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Archishman Nandy: খড়গপুরের গর্ব অর্চিষ্মান, বিশেষ অঙ্ক মেধা পরিক্ষায় মিলল সাফল্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement