পুজো সম্পর্কে স্থানীয় এক পুরোহিত সত্যবান ঘোষাল জানান, মন্থন ষষ্ঠি নামেই মুলত এই ব্রত পরিচিতি। কোথাও কোথাও আবার একে চাপড়া ষষ্ঠি হিসাবে নামকরণ করা হয়েছে। এই ব্রত মুলত বাড়ির মহিলারা রাখেন। সন্তান সন্ততি ও সংসারের মঙ্গল কামনায় কিংবা যে সমস্ত মহিলাদের সন্তান নেই, সেই সমস্ত মহিলারা সন্তানের কামনায় এই ব্রত পালন করে থাকেন। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল ষষ্ঠি তিথিতে সুবর্ণরেখা নদীর তীরে অস্থায়ী ভাবে দেবীস্থান প্রতিষ্ঠা করে পুজো হয়।
advertisement
আরও পড়ুনঃ গাড়ি নিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ন লালজলে! কমছে পর্যটক
স্থানীয়রা জানান, প্রাচীন কাল থেকে এই এলাকার মানুষেরা এই রীতিনীতি পালন করে আসছেন। অনেকে এই ব্রত করার পর তাদের মনস্কামনা পূরণ হয়েছে। তাই এখানকার মহিলাদের বিশ্বাস তারা এই মন্থন ষষ্ঠীর দিনে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করার মধ্য দিয়ে নদীতে স্নান করে পূজার্চনা করে নিজ নিজ মনস্কামনা পূরনের লক্ষ্যে প্রার্থনা করেন। এদিনের এই পূজার্চনাকে ঘিরে সুবর্নরেখা নদীর তীরে নেমেছিল মহিলাদের ঢল।
Partha Mukherjee