ঝাড়গ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিপ্লব কর্মকার জানান, তিনি বুধবার রাতে টহল দিতে বেরিয়ে ঝাড়গ্রাম শহরে এক ব্যক্তিকে ইতঃস্তত ঘোরাঘুরি করতে দেখেন এবং ঐ ব্যক্তিকে অস্বাভাবিক আচরণ করতে দেখেন। এরপর তাকে নাম পরিচয় ইত্যাদি জিজ্ঞাসাবাদ করলে সে ঠিক মতো কিছু বলতে পারছিলো না।
আরও পড়ুনঃ সুবর্নরেখা নদীতে নানান রীতিনীতি মেনে মহিলাদের মন্থন ষষ্ঠী উদযাপন
advertisement
এরপরই পুলিশ তাকে মানসিক ভারসাম্যহীন বুঝতে পেরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে, তার বিষয়ে বেশকিছু তথ্য জানতে পারেন ঝাড়গ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। এরপর খবর দেওয়া হয় তাঁর পরিবার পরিজনদের।
আরও পড়ুনঃ গাড়ি নিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ন লালজলে! কমছে পর্যটক
খবর পেয়ে তড়িঘড়ি ঝাড়গ্রাম থানায় হাজির হয় ব্রজকিশোর মল্লিকের জামাই বাবু চিত্তরঞ্জন ঘোড়াই এবং সঠিক তথ্যপ্রমাণ ঝাড়গ্রাম থানায় দেখালে ঝাড়গ্রাম থানার পুলিশ ব্রজকিশোর মল্লিককে তার জামাই বাবুর কাছে ফিরিয়ে দেন। দীর্ঘ দু’মাস পর হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে ফিরে পেয়ে খুশি ব্রজকিশোর মল্লিকের পরিবার পরিজনেরা। আর পরিবারের সদস্যদের কাছে পেয়ে খুশি ব্রজকিশোরও। ব্রজকিশোরের পরিবার ঝাড়গ্রাম থানার পুলিশকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
Partha Mukherjee