অথচ সেই সব ওয়ার্ডের কাউন্সিলাররা নাকি কিছুই জানেন না। অন্যদিকে এ নিয়ে জেলা বিজেপির মুখপাত্র অরুপ দাস বলেন, এভাবে পুকুর ভরাট পরিবেশের ওপর প্রভাব ফেলবে এবং পুরসভার উচিত এবিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার। তিনি আরও বলেন,মেদিনীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পুকুর বোজানোর খবর আমরাও পেয়েছি ওখানের কাউন্সিলার সব জানেন।
আরও পড়ুনঃ কাটা গাছ পাচারের চেষ্টা! উদ্ধার করল বন দফতর
advertisement
এই পুকুর ভরাটে যার নাম উঠে আসছে উজ্জ্বল চ্যাটার্জী নামে যে প্রোমোটার।অন্যদিকে অভিযুক্ত প্রমোটার উজ্জল চ্যাটার্জীর সাফাই, পুকুর ভরাট করা হচ্ছে না, পুকুরের পাড়ে মাটি ফেলে রাস্তা চওড়া করা হচ্ছে। তবে পুরসভাকে না জানিয়ে কীভাবে কেউ রাস্তা চওড়া করতে পারে, তা নিয়েই উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ আদিবাসী সামাজিক সংগঠনের আন্দোলনকে ঘিরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
যদিও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা মেদিনীপুর পুরসভার উপ পুরপ্রধান অনিমা সাহা পুকুর ভরাট করা আইনত অপরাধ একথা স্বীকার করলেও, তিনি জানেনই না তাঁর ওয়ার্ডে কোথাও পুকুর ভরাট হচ্ছে বলে। তবে যদি পুকুর ভরাট কেউ করছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন অনিমা সাহা।
Partha Mukherjee