Paschim Medinipur: আদিবাসী সামাজিক সংগঠনের আন্দোলনকে ঘিরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

Last Updated:

সাঁওতালি মাধ্যমে শিক্ষক নিয়োগ সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে আবারও আন্দোলনে নামল আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল।

+
title=

#পশ্চিম মেদিনীপুর : সাঁওতালি মাধ্যমে শিক্ষক নিয়োগ সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে আবারও আন্দোলনে নামল আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায় আদিবাসীদের এই সামাজিক সংগঠনের তরফে রেল অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অপরদিকে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখায় ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যেরা।
আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্ব চন্দন মুরমু জানান, পশ্চিম মেদিনীপুরের দামোদরপুর ধীরেন্দ্র বিদ্যাপীঠ ও নেপুরা বিজলী রানী উচ্চ বিদ্যালয়ে সাঁওতালি বিষয়ের শিক্ষক নিয়োগ করতে হবে, পাশাপাশি আদিবাসী ও সাঁওতালি জনজাতির মানুষদের জাতিগত শংসাপত্র, ভূমিহীন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পাট্টা প্রদান করতে হবে। এছাড়াও আদিবাসী ও সাঁওতালি সম্প্রদায়ের মানুষদের সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধার আওতায় আনার দাবিও তোলা হয় এদিনের এই কর্মসূচি থেকে।
advertisement
আরও পড়ুনঃ ঘাটালে ক্যান্সার রোগীদের চুল দান প্রায় ৫০ জন মহিলার
একইসঙ্গে অন্যান্য বেশকিছু সামাজিক দাবিও তোলা হয় সংগঠনের তরফে। আদিবাসী সংগঠনের এই অবরোধ কর্মসূচির ফলে বেশ কিছুক্ষন যানজটের সৃষ্টি হয় ৬০ নম্বর জাতীয় সড়কে। জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করার আগে একটি বিক্ষোভ মিছিল চন্দ্রকোনা রোড এলাকায় প্রদক্ষিণ করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চালু হচ্ছে ক্যাথল্যাব, ধীরে ধীরে শুরু হবে হৃদরোগ সমেত অন্যান্য চিকিৎসাও
এদিনের আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের আন্দোলন কর্মসূচিকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, আদিবাসী অধ্যুষিত এলাকার স্কুল গুলিতে সাঁওতালী বিষয়ের শিক্ষক নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই সংগঠন।
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: আদিবাসী সামাজিক সংগঠনের আন্দোলনকে ঘিরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement