আরও পড়ুন Birbhum News : ত্রয়োদশিতে লাল বাবার ৫১ কুমারী পুজো, জমজমাট কঙ্কালীতলা
দশেরা উৎসব কমিটি আয়োজিত অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা রূপী এই অনুষ্ঠান দেখতে এদিন প্রায় লক্ষাধিক মানুষের ঢল নেমেছিল। প্রায় ৪৫ ফুটের রাবণ তৈরি করা হয়েছিল এবার। 'অশুভ শক্তি' রূপী রাবণের মূর্তিতে 'অগ্নিবাণ' (অগ্নি সংযোগ) ছোঁড়েন জেলাশাসক আয়েশা রানী। উপস্থিত ছিলেন, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি প্রমুখ।জেলাশাসক বলেন, "প্রতীকী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়গান গাওয়া হয়। দশেরা উৎসব কমিটি আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে জেলাবাসীর উৎসাহ থাকে।
advertisement
আরও পড়ুন Hooghly News: অতিরিক্ত কাজের চাপ দিচ্ছে বস, সোজা কাটারির কোপ ব্যাঙ্ক কর্মীর!
ঐতিহ্যমণ্ডিত এই অনুষ্ঠান এবারও নির্বিঘ্নে পালিত হয়েছে।" মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, "সারা দেশের সঙ্গে তালে তাল মিলিয়ে সব থেকে ভাল এবং সুন্দর রাবণ এইখানেই হয়; যা দেখতে শুধু এ রাজ্য নয়, বাইরের রাজ্য থেকেও উৎসাহী লোকজন আসেন।" খড়গপুর পৌরসভার পৌরপ্রধান তথা দশেরা উৎসব কমিটির সভাপতি প্রদীপ সরকার জানান, "প্রায় লক্ষাধিক মানুষ শুভ শক্তির সূচনা এবং অশুভ শক্তির বিনাশ দেখতে খড়গপুরে রামন ময়দানে হাজির হয়েছিলেন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল। উৎসব কমিটির প্রত্যেক সদস্য এই ক'দিন অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন।"
Partha Mukherjee