Birbhum News : ত্রয়োদশিতে লাল বাবার ৫১ কুমারী পুজো, জমজমাট কঙ্কালীতলা
Last Updated:
ত্রয়োদশীর দিন কঙ্কালীতলায় ৪৭ বছর আগে শুরু হয় ৫১ কুমারী নিয়ে কুমারী পুজো। এই ৫১ জন কুমারীর মধ্যে থেকে একজন কুমারীকে রাজকুমারী হিসাবে বেছে নেওয়া হয়।
বীরভূম : ত্রয়োদশীর দিন কঙ্কালীতলায় ৪৭ বছর আগে শুরু হয় ৫১ জন কুমারী নিয়ে কুমারী পুজো। স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপুজোর পর ত্রয়োদশীতে কঙ্কালীতলায় ৫১ কুমারী পুজোর আয়োজন করেন মন্দিরের পুরোহিত লাল বাবা (বুদ্ধদেব চট্টোপাধ্যায়)। এই লাল বাবা আজ না থাকলেও তার এই কুমারী পুজো আজও অটুট কঙ্কালীতলায়। লালবাবা কয়েক মাস আগেই প্রয়াত হন। তবে তিনি যে কুমারী পুজোর রীতি চালু করেছিলেন সেই রীতি মেনেই তার আত্মীয়রা এই বছর এই কুমারী পুজোর আয়োজন করেছেন। সেইমত ত্রয়োদশির দিন এই ৫১ কুমারী পুজোর আয়োজন করা হয়।
advertisement
এদিন ৫১ জন কুমারীকে পুজোর জন্য ভোর থেকে নাম লেখা শুরু হয়। এই কুমারী পুজোয় অংশগ্রহণ করতে পারে পাঁচ থেকে ১২ বছর পর্যন্ত কুমারীরা। বেছে নেওয়া কুমারীদের প্রথমে কোপাই নদীতে স্নান করানো হয় এবং তারপর ঘট পুজো ও ওই কুমারীদের লাল পাড় সাদা শাড়ি পরিয়ে পঞ্চবটি বটবৃক্ষের তলায় আনা হয়। এর পরেই শুরু হয় কুমারী পুজো। আবার এই ৫১ জন কুমারীর মধ্যে থেকে একজন কুমারীকে রাজকুমারী হিসাবে বেছে নেওয়া হয়।
advertisement
কঙ্কালীতলায় মায়ের স্বপ্নাদেশের শুরু হওয়া এই ৫১ কুমারী পুজোর মূল লক্ষ্য হল জগতের মঙ্গল কামনা। কঙ্কালীতলা হল সতীপীঠের শেষ সতীপীঠ। যে কারণে এই কঙ্কালীতলায় দুর্গাপুজোর পর ত্রয়োদশীর দিন ৫১ সতীপীঠকে স্মরণ করে প্রতিটি সতীপীঠের মায়ের নাম ধরে পুজো কুমারী পুজোর আয়োজন করা হয়। সমস্ত খণ্ডকে একত্রিত করে মায়ের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্দেশ্যেই এই পুজো, পূর্ণাঙ্গ রূপ দেওয়া সেই মায়ের সংকল্প করা এবং আরাধনা করা।
advertisement
আরও পড়ুন Murshidabad News: পোষ্য ছাগলকে বিষ খাইয়ে মারা হয়েছে, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে থানায় মহিলা
কঙ্কালীতলায় এই ৫১ কুমারী পুজোর রীতি অনুসারে এক একজন কুমারীকে তিন বছর অর্থাৎ তিন বার পুজো করা হয়ে থাকে। তবে কোনও কুমারীর ১২ বছর বয়স পার হলে আর তাকে পুজো করা হয় না। প্রতিবছর এই কুমারী পুজোকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়ে থাকে। এর পাশাপাশি এদিন মেলা এবং ভক্তদের ভোগের আয়োজন করা হয়েছে। করোনাকালে গত দুবছর ধরে মেলা এবং ভক্তদের ভোগ বিতরণ করার ক্ষেত্রে একাধিক বিধি নিষেধ থাকলেও এই বছর বিধি নিষেধহীন ভাবেই এই পুজোর আয়োজন হয়।
advertisement
Madhab Das
view commentsLocation :
First Published :
October 07, 2022 1:03 PM IST